হোম > জাতীয়

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দিলেন গুমের শিকার মাইকেল চাকমা

আজকের পত্রিকা ডেস্ক­

মাইকেল চাকমা। ছবি: সংগৃহীত

গুমের শিকার হওয়া ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন।

আজ বুধবার সকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে তাঁর গুমের ঘটনার মৌখিক অভিযোগ দায়ের করেন। এ সময় তাঁর সঙ্গে আলোকচিত্রী শহীদুল আলম ও তাঁর স্ত্রী রেহনুমা আহমেদ ছিলেন।

মাইকেলের অভিযোগ আমলে নেওয়া হয়েছে জানিয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আইনের বিধান অনুযায়ী গুমের এই মৌখিক অভিযোগ আমলে নেওয়া হবে। মাইকেল চাকমা লিখিত অভিযোগ দেওয়ার পর তদন্ত কাজ শুরু হবে।

অভিযোগ প্রসঙ্গে এই ইউপিডিএফ নেতা সাংবাদিকদের জানান, পাঁচ বছর চার মাস তিনি গুম ছিলেন। ২০১৩ সালে ইউপিডিএফের হয়ে তাঁরা অবরোধ কর্মসূচি করেছিলেন। এ ঘটনায় তখন শেখ হাসিনা দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন।

তিনি আরও জানান, শান্তি চুক্তির বিরোধিতা করায় গুম হওয়ার পর তাঁকে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। তাঁর আশঙ্কা এসব ঘটনায় তাঁকে গুম করা হয়েছিল। এই জন্যই শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ৯ এপ্রিল নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে গুম হন মাইকেল চাকমা। এ ঘটনায় আন্তর্জাতিক চাপ ও দেশি–বিদেশি সংগঠনের উদ্বেগ প্রকাশ করলেও আমলে নেয়নি তৎকালীন সরকার।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন পর ৭ আগস্ট ভোরে চট্টগ্রামের একটি স্থানে তাঁকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়।

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন