হোম > জাতীয়

উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু ৪ মে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন চারটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৪ মে। 

আজ মঙ্গলবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম এ তথ্য জানান। 

জাহাংগীর আলম বলেন, প্রথম ধাপে ৪ মে উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট হবে। দ্বিতীয় ধাপের ভোট ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে ও চতুর্থ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৫ মে। 
 
ইসি সচিব বলেন, আগামী সপ্তাহে বিস্তারিত তফসিল ও উপজেলার নাম জানানো হবে। দেশে ৪৯৫টি উপজেলা পরিষদ রয়েছে। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়েছিল ২০১৯ সালের ১০ মার্চ। পাঁচ ধাপের ওই ভোট শেষ হয় গত জুন মাসে। 

আইন অনুযায়ী, উপজেলা পরিষদের মেয়াদ শুরু হয় প্রথম সভার দিন থেকে। পরবর্তী পাঁচ বছর নির্বাচিত পরিষদ দায়িত্ব পালন করেন। মেয়াদপূর্তির আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। 

এদিকে আগামীকাল বুধবার উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৩ ও উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ সংশোধন সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। ইসির আইন ও বিধিমালা সংস্কার কমিটির সভাপতি নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা সভাপতিত্ব করবেন। উপজেলা পরিষদ নির্বাচনে অনলাইনে মনোনয়নপত্র দাখিল, নতুন রাজনৈতিক দল নিবন্ধন পাওয়ায় এসব দলের প্রতীক সংযোজনসহ বেশ কিছু কারণে এই সংশোধনের প্রয়োজন পড়ছে বলে ইসি সূত্রে জানা গেছে।

ইসরায়েল সমর্থিত ‘সোমালিল্যান্ড’কে প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রার্থীদের তিন ভাগের এক ভাগ তরুণ-যুবা

পোস্টাল ভোট: উড়ে আসা ভোটও হতে পারে কিছু আসনের ফল নির্ধারক

সুপারিশের এক বছর পরও হয়নি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস

শেখ হাসিনার সহকারী একান্ত সচিব লিকুর স্ত্রীর ১০ তলা ভবন ক্রোক

৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা

আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার নির্দেশ ইসির

এবার আনিসুল হক ও তৌফিকা করিমের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৮ প্রার্থী

এস আলম গ্রুপের আরও ৪৩১.৬৯ শতাংশ জমি ক্রোকের নির্দেশ