হোম > জাতীয়

বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও উন্নত হবে: সহকারী হাইকমিশনার

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে আন্তর্জাতিক যোগ দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গে ভারতীয় সহকারী হাইকমিশনার চন্দ্র শেখর বলেছেন, ‘দুটি দেশের সম্পর্কের মধ্যে উত্থান-পতন থাকলেও ভবিষ্যতে নিঃসন্দেহে এই সম্পর্ক আরও উন্নত হবে।’

আজ বৃহস্পতিবার সকালে হবিগঞ্জে আন্তর্জাতিক যোগ দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সহকারী হাইকমিশনার এ কথা বলেন।

ভিসা দেওয়া প্রসঙ্গে চন্দ্র শেখর জানান, ভারতীয় ভিসা দেওয়া কার্যক্রম চলমান রয়েছে। মানুষ নিয়মিত আবেদন করছে এবং গুরুত্ব অনুযায়ী ভিসা পাচ্ছে।

সহকারী হাইকমিশনার শহরের ইসকন মন্দির প্রাঙ্গণে স্বামী বিবেকানন্দ যোগ কল্যাণ সংস্থার আয়োজনে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শরীর ও মন সুস্থ রাখার জন্য যোগ ব্যায়াম অত্যন্ত কার্যকর। নিয়মিত যোগচর্চায় উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়। নতুন প্রজন্মকে যোগ চর্চায় অভ্যস্ত করে তোলা গেলে জাতি পাবে সুস্থ ও সচেতন নাগরিক।

এ সময় দুই শতাধিক শিশু, নারী ও পুরুষ যোগ ব্যায়ামের বিভিন্ন কৌশল প্রদর্শন করে।

উল্লেখ, ২০১৫ সাল থেকে প্রতিবছর ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস বিশ্বের নানা প্রান্তে পালিত হয়ে আসছে।

যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ পেলেন ওসমান হাদির ভাই ওমর

বাংলাদেশকে বদলাতে চাইলে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে দাঁড়াবেন: আদিলুর রহমান খান

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট হবে: শফিকুল আলম

আজ পবিত্র শবে মেরাজ

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ওয়াশিংটন সফর: শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক

তিন নির্বাচন নিয়ে প্রতিবেদন: পরিকল্পনা করেই রাজনৈতিক দলের নিবন্ধন দিয়েছিল ইসি

শুরুতেই বিতর্কের মুখে পোস্টাল ব্যালট

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের মাঝে ১১৬ কোটি টাকা বিতরণ

প্রার্থিতা ফেরত পেলেন আরও ৬০ জন

নিজস্ব প্রযুক্তিতে তিনটি ল্যান্ডিং ক্র্যাফট ট্যাংক বানাবে নৌবাহিনী