হোম > জাতীয়

বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও উন্নত হবে: সহকারী হাইকমিশনার

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে আন্তর্জাতিক যোগ দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গে ভারতীয় সহকারী হাইকমিশনার চন্দ্র শেখর বলেছেন, ‘দুটি দেশের সম্পর্কের মধ্যে উত্থান-পতন থাকলেও ভবিষ্যতে নিঃসন্দেহে এই সম্পর্ক আরও উন্নত হবে।’

আজ বৃহস্পতিবার সকালে হবিগঞ্জে আন্তর্জাতিক যোগ দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সহকারী হাইকমিশনার এ কথা বলেন।

ভিসা দেওয়া প্রসঙ্গে চন্দ্র শেখর জানান, ভারতীয় ভিসা দেওয়া কার্যক্রম চলমান রয়েছে। মানুষ নিয়মিত আবেদন করছে এবং গুরুত্ব অনুযায়ী ভিসা পাচ্ছে।

সহকারী হাইকমিশনার শহরের ইসকন মন্দির প্রাঙ্গণে স্বামী বিবেকানন্দ যোগ কল্যাণ সংস্থার আয়োজনে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শরীর ও মন সুস্থ রাখার জন্য যোগ ব্যায়াম অত্যন্ত কার্যকর। নিয়মিত যোগচর্চায় উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়। নতুন প্রজন্মকে যোগ চর্চায় অভ্যস্ত করে তোলা গেলে জাতি পাবে সুস্থ ও সচেতন নাগরিক।

এ সময় দুই শতাধিক শিশু, নারী ও পুরুষ যোগ ব্যায়ামের বিভিন্ন কৌশল প্রদর্শন করে।

উল্লেখ, ২০১৫ সাল থেকে প্রতিবছর ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস বিশ্বের নানা প্রান্তে পালিত হয়ে আসছে।

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর