হোম > জাতীয়

প্রধান বিচারপতির পদক্ষেপের প্রশংসা করলেন ড. মুহাম্মদ ইউনূস

আজকের পত্রিকা ডেস্ক­

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ছবি সংগৃহীত

বিচার বিভাগের জন্য প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান বিচারপতি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এমন প্রশংসা করেন তিনি। সুপ্রিম কোর্ট থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

অন্তর্বর্তী সরকার গঠনের পর উভয়ের মধ্যে এটিই প্রথম একান্ত সাক্ষাতের ঘটনা। প্রায় ৩০ মিনিট ব্যাপী স্থায়ী এই সাক্ষাতে তাঁরা পরস্পর বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টাকে জাতির এই ক্রান্তিলগ্নে দেশ পরিচালনার গুরুদায়িত্ব গ্রহণ করার জন্য প্রধান বিচারপতি আনুষ্ঠানিক ধন্যবাদ জানান।

এ ছাড়া প্রধান বিচারপতি দায়িত্ব গ্রহণের পর থেকে জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও চেতনার আলোকে বিচার বিভাগকে আরও জনমুখী করার জন্য যে সকল পদক্ষেপ গ্রহণ করেছেন সে বিষয়ে অবগত করেন। তিনি বিচার বিভাগের সার্বিক মানোন্নয়নের তাঁর কর্তৃক ঘোষিত বিচার বিভাগীয় সংস্কারের রোডম্যাপের রূপরেখা তুলে ধরেন এবং রোডম্যাপ বাস্তবায়নের হালনাগাদ তথ্যাদি উপস্থাপন করেন।

এ সময় প্রধান বিচারপতি রাষ্ট্র সংস্কারে প্রধান উপদেষ্টা কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে তার বিচক্ষণ নেতৃত্বে দেশে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে গণমানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে।

আলোচনাকালে প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন যে, অন্তর্বর্তী সরকার ও প্রধান বিচারপতি বিচার বিভাগ সংস্কারে যে সকল পদক্ষেপ গ্রহণ করেছে তা সফলভাবে বাস্তবায়িত হলে-বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হবে। সেই সঙ্গে দেশের বিচারপ্রার্থী জনগণ স্বল্প সময়ে, স্বল্প খরচে বিচার সেবা পেতে সক্ষম হবে।

বরিশালের বলেশ্বর নদে সবচেয়ে বেশি লাশ গুম হয়—চূড়ান্ত প্রতিবেদনে কমিশন

ন্যাশনাল ব্যাংকের ৯০৩ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা

এনইআইআর বন্ধ হবে না: ফয়েজ আহমদ তৈয়্যব

সচিব হলেন ৩ কর্মকর্তা

শরীয়তপুরে খোকন দাস হত্যায় ৩ অভিযুক্ত গ্রেপ্তার

সাবেক এমপি জুয়েল ও পরিবারের সদস্যদের ১২৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৫ বছরে বিচার বিভাগে রাজনৈতিক দুর্বৃত্তায়ন প্রতিষ্ঠা করা হয়েছিল: ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল

ট্রাভেল এজেন্সি নিবন্ধন অধ্যাদেশ বাতিলের দাবি ব্যবসায়ীদের

ঘন কুয়াশায় ঢাকার ৮ ফ্লাইট নামল সিলেট-কলকাতা-হ্যানয়ে

২০২৫ সালে সড়কে নিহত ৯ হাজার ১১১