হোম > জাতীয়

সব শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা নববর্ষ উদ্‌যাপনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মঙ্গল শোভাযাত্রা। ফাইল ছবি

সব শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদ্‌যাপন করতে বলেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। এ ছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) বাংলা নববর্ষ উদ্‌যাপনের জন্য সব সরকারি স্কুল-কলেজে নির্দেশনা পাঠিয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। আজ সোমবার এমন নির্দেশনা দিয়ে জারি করা আদেশ মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তা ও সরকারি-বেসরকারি স্কুল-কলেজের প্রধানদের পাঠানো হয়েছে বলে জানান মাউশির সাধারণ প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. খালিদ হোসেন।

খালিদ হোসেন গণমাধ্যমকে বলেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সভায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে ও সাড়ম্বরে বাংলা নববর্ষ উদ্‌যাপনের সিদ্ধান্ত হয়েছে। ওই সভার কার্যবিবরণী পাঠিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটি উদ্‌যাপনের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গত ২৩ মার্চ সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভার কার্যবিবরণীতে বলা হয়েছে, সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে ও সাড়ম্বরে বাংলা নববর্ষ উদ্‌যাপন করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে।

প্রবাসীদের ২৫ জানুয়ারির মধ্যে ভোট দিতে বলল ইসি

মঞ্জুরুল আহসান মুন্সীর রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না

জাতীয় স্কেলে বেতন পাবেন ইমাম-মুয়াজ্জিন, গেজেট প্রকাশ

মানবতাবিরোধী অপরাধ: জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন

‘সাইকো’ সম্রাটের ঘটনায় ফের আলোচনায় রসু খাঁ, কোথায় তিনি

৩০৫ জনের প্রার্থিতা প্রত্যাহার, লড়াইয়ে ১৯৬৭ জন

পছন্দের প্রতীকই পেলেন তাসনিম জারা

ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে ৭২ কোটি টাকা বরাদ্দ, বিদ্যুৎ না থাকা কেন্দ্রে যে ব্যবস্থা

একাত্তরে মানবতাবিরোধী অপরাধ: মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালামের আত্মসমর্পণের আবেদন

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস