খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, তাঁর কোনো চালের মিল নেই, তিনি চালের ব্যবসাও করেন না। কিন্তু এসব বিষয়ে প্রশ্ন করে তাঁকে বিব্রত করা হয়।
চালের দাম নিয়ে আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খাদ্যমন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘একটা বিষয় আপনাদের জনিয়ে দেই, অনেকেই লেখেন যে খাদ্যমন্ত্রীর চালের ব্যবসা আছে, যার জন্য চালের দাম কমে না। আমার কোনো চালের ব্যবসা নেই, আমার কোনো মিলও নেই। এটা আপনাদের জানা দরকার। এটা নিয়ে বারবার আমাদের প্রশ্ন করেন, আমরা বিব্রত হই।’
১৯৫০ সালে নওগাঁ জেলায় জন্ম নেওয়া সাধন চন্দ্র ২০০৮,২০১৪ এবং ২০১৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নওগাঁ–১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৯ সালের ৭ জানুয়ারি থেকে খাদ্যমন্ত্রীর দায়িত্বে আছেন তিনি।