হোম > জাতীয়

ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের মামলা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা খুরশীদ আলমের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মামলা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। আজ সোমবার সুপ্রিম কোর্টে সাংবাদিকদের কাছে এ সিদ্ধান্ত জানান তিনি।

গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হায়দার আলীকে এই মামলায় নতুন আইনজীবী নিয়োগ দেওয়া হয়। নতুন এই নিয়োগের ফলে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান দুর্নীতি দমন কমিশনের (দুদক) এই আইনজীবী। 

খুরশীদ আলম খান বলেন, ‘আমি বলেছি, আপনারা যে কোনো একজনকে দিন। একই মামলায় দুজন আইনজীবী নিয়োগ দেওয়া আমার কাছে সমীচীন মনে হচ্ছে না। সেটা আমার জন্যও সমস্যা হয়। তখন তারা আমাকে জানিয়েছেন, আপনি আমাদের আইনজীবী। আমরা তাঁকে দিতে চাইনি। কারও হয়তো রিকোয়েস্টে তাঁকে রাখা হয়েছে। আমি বললাম, আপনারা একজনকেই রাখেন, না হলে আমার পক্ষে মামলা পরিচালনা করা সম্ভব নয়।’

এ বিষয়ে আইনজীবী সৈয়দ হায়দার আলী বলেন, ‘এই মামলায় খুরশীদ আলম খান সাহেবও আছেন, আমাকেও নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আমার সঙ্গে যাবেন এবং গেছেনও। আমরা এক সঙ্গে গিয়েছি। তিনি একসঙ্গে কাজ করবেন না এমন কথা তো বলেননি।’

ভারতীয় হাইকমিশনারকে তলব করে হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারের অনুরোধ

ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

গুমের মামলায় হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ ডিসেম্বর

বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে ইসি

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

ওসমান হাদিকে গুলি: উদ্বেগ-শঙ্কায় জুলাই যোদ্ধারা, নিরাপত্তার আশ্বাস সরকারের

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

বিজয়ের পূর্বক্ষণে বেছে বেছে হত্যা করা হয় বুদ্ধিজীবীদের

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক