হোম > জাতীয়

বীর মুক্তিযোদ্ধাদের কবরস্থানে নিম্নমানের সামগ্রী, দোষীদের শাস্তির সুপারিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের বিভিন্ন এলাকায় বীর মুক্তিযোদ্ধাদের কবরের সীমানা প্রাচীর ও নামফলক স্থাপনে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের সঙ্গে সম্পৃক্তদের শাস্তির আওতায় আনার সুপারিশ করছে সংসদীয় কমিটি। একই সঙ্গে কমিটি শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের সমাধিস্থলের নামফলক প্রকল্পটি কমনওয়েলথ ওয়ার সেমিট্রির আদলে পুনর্বিন্যস্ত করার সুপারিশ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকের বিষয়ে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে শহীদ মুক্তিযোদ্ধা এবং অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণের ওপর গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি সমাধির সীমানা প্রাচীর নির্মাণ ও নামফলক স্থাপনে ত্রুটি শনাক্ত করে প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বে অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ শান্তিমূলক ব্যবস্থা গ্রহণের ব্যাপারে মতামত ব্যক্ত করা হয়।

এ ছাড়া দেশের কয়েকটি এলাকায় বীর মুক্তিযোদ্ধাদের সমাধির নামফলকের লেখা মুছে যাওয়া এবং সমাধির দেয়াল ভেঙে পড়ার ব্যাপারে সরেজমিনে তদন্ত করে রিপোর্ট প্রদানে কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত সাব-কমিটি বাতিল করে সংসদীয় কমিটির সদস্যদের সমন্বয়ে নতুন সাব-কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। কমিটির সদস্য কাজী ফিরোজ রশীদ এ কমিটির সদস্য বলে জানা গেছে।

বৈঠকে গুলিস্তান শপিং কমপ্লেক্স ভবনে চুক্তির শর্ত ভঙ্গ করে দোকান পরিচালনা এবং অবৈধভাবে মামলা দিয়ে হয়রানির চেষ্টাকারীদের উচ্ছেদ করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ করা হয়। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মামলা পরিচালনাকারী আইনি উপদেষ্টার নিয়োগ অবিলম্বে বাতিল করারও সুপারিশ করা হয়।

অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন ‘বীর নিবাস নির্মাণ প্রকল্প’ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মনিটর করা এবং ভিজিট বই সংরক্ষণ করার কথা বলা হয়েছে।

কমিটির সভাপতি সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে বৈঠকে আরও অংশ নেন—কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক, মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম) এবং মোছলেম উদ্দিন আহমদ।

বোরো ধানের মৌসুম: সেচ মৌসুমে জ্বালানিতে টান

রাজবাড়ীতে গণপিটুনিতে অমৃত মন্ডল নিহতের ঘটনা সাম্প্রদায়িক হামলা নয়: প্রেস উইং

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীর দোষ স্বীকার

বিমানবন্দর-৩০০ ফুট-গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

আজ শুভ বড়দিন

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী

জুলাই অভ্যুত্থানে চানখাঁরপুলে হত্যাকাণ্ডের রায় ২০ জানুয়ারি