হোম > জাতীয়

বুধবার থেকে শুরু হচ্ছে টিসিবির তেল-চিনি-ডাল বিক্রি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বুধবার থেকে শুরু হচ্ছে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে তেল, চিনি, ডাল বিক্রির কার্যক্রম। টিসিবির একটি সূত্রে এই তথ্য জানিয়েছে। 

টিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সরকার কর্তৃক নির্ধারিত উপকারভোগী পরিবারের মধ্যে সয়াবিন তেল, চিনি ও ডাল বিক্রি করা হবে। এই বিক্রয় কার্যক্রম চলবে আগামী ৫ জুলাই পর্যন্ত। প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা এবং প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা দরে বিক্রি করা হবে। 

টিসিবি আরও জানিয়েছে, একজন ডিলার ৬০০ কেজি করে চিনি, মসুর ডাল ও ৬০০ লিটার সয়াবিন তেল বরাদ্দ পাবেন। প্রতি কেজি ও লিটারে ডিলাররা ৫ টাকা করে মুনাফা করবেন। তবে যেসব ডিলার উপজেলা সদর থেকে ৫০ কিলোমিটারের বেশি দূরে তাঁরা ৬ টাকা করে মুনাফা পাবেন। কোনো ডিলার স্থানীয় প্রশাসনের সিদ্ধান্তের বাইরে পণ্য বিক্রি করলে তাঁর জামানত বাজেয়াপ্ত করে ডিলারশিপ বাতিল করা হবে। 

টিসিবি থেকে আরও জানানো হয়েছে, জেলা প্রশাসক থেকে উপকারভোগী পরিবারগুলোর মধ্যে পণ্য বিক্রি হচ্ছে কি না, তার সার্বিক কার্যক্রম তদারকি করা হবে। জনপ্রতি ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ২ লিটার সয়াবিন তেল বিক্রি করতে পারবেন। 

দেশের বাজারে সয়াবিন তেলসহ নিত্যপণ্যের দাম অসহনীয় বেড়ে যাওয়ায় সরকার দেশের নিম্ন ও হতদরিদ্র শ্রেণির মানুষ যাতে স্বল্প দামে পণ্য কিনতে পারে সে লক্ষ্যে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি শুরু করে। গত রোজায় দেশের এক কোটি পরিবারের মধ্যে দুই দফায় পণ্য দেওয়া হয়েছিল। আর চলতি মাসে আরেক দফা পণ্য বিক্রি করা হবে। তবে এই পণ্য শুধু কার্ডধারীরাই পাবেন। 

 

অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আরশাদুর রউফ

স্ত্রীসহ সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব সরকারের ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু: তদন্ত প্রতিবেদনে যা আছে

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

পদত্যাগের দুদিন পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান

জনসমক্ষে ধূমপানে জরিমানা ২০০০ টাকা, অধ্যাদেশ কার্যকর

জনতা ব্যাংকের ৩০০০ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানসহ ৯৪ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই