হোম > জাতীয়

‘ভাবি’ শব্দটা কিছুটা পুরুষতান্ত্রিক: উপদেষ্টা ফরিদা আখতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুনাকের বার্ষিক সমাবেশ ও আনন্দমেলায় বক্তব্য দেন উপদেষ্টা ফরিদা আখতার। ছবি: আজকের পত্রিকা

‘ভাবি’ শব্দটা পুরুষতান্ত্রিক বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, ‘আপনারা একে অপরকে ভাবি ভাবি করছেন। ভাবি শব্দটা কিছুটা পুরুষতান্ত্রিক। মানে আমি একটা পুরুষের মাধ্যমে ভাবি হচ্ছি। আপনারা ভাবি শব্দটাকে পরে ইতিবাচক কিছু করতে পারলে খুব ভালো হয়।’

আজ শুক্রবার দুপুরে পুলিশ সপ্তাহ–২০২৫ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ অডিটরিয়ামে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) বার্ষিক সমাবেশ ও আনন্দমেলা-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

পুনাক বাংলাদেশ পুলিশের একটি অঙ্গসংগঠন। পুলিশ পরিবারের নারী সদস্যদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ১৯৮৬ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।

পুনাকের ইতিবাচক কাজ নিয়ে উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘পুলিশেরা পুলিশের কাজ করে। এর বাইরে মানবিক ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে পুনাক যে কাজ করছে, সেটার মূল জিনিস নারীরা করছেন। আপনারা যে কাজ করছেন, প্রতিষ্ঠিত বড় বড় নারী সংগঠনও এসব করতে পারেনি। আমার কাছে মনে হয়, আপনাদের অনেক অসাধারণ গুণ আছে। পুলিশের সম্পর্কে মানুষের যে ধারণাই থাকুক, পুনাকের কাজ দেখলে সেটা চেঞ্জ (পরিবর্তন) হয়ে যাবে।’

ঘুমানোর আগে ও পরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বাইরে যাওয়ার সুযোগ নেই জানিয়ে উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘সকালে ঘুম থেকে ওঠে খাবার টেবিলে যা খান কিংবা রাতে ঘুমানোর সময় যা খান, সেখানে আমার মন্ত্রণালয়ের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনাদের বুঝতে হবে, মাছ–মাংস, দুধ–ডিম প্রত্যেকটা জিনিসই পুষ্টির মূল উপাদান।’

অনুষ্ঠানে পুনাকের সভানেত্রী আফরোজা হেলেন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। এ ছাড়া আরও ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, পুনাকের কেন্দ্রীয় কমিটির সাবেক সভানেত্রী ফয়জুন নেছা বেগম।

কোটিপতি প্রার্থী ৫০১ জন

বিদ্যুৎ ও জ্বালানি গবেষণায় পৃথক ইনস্টিটিউশন তৈরির নির্দেশ প্রধান উপদেষ্টার

পাকিস্তানের আকাশসীমায় অসুস্থ হয়ে বিমানের যাত্রীর মৃত্যু, জরুরি অবতরণ না করে তদন্তের মুখে পাইলট

ইসিতে তৃতীয় দিনে আরও ১৩১ আপিল আবেদন

এবারের নির্বাচন লাইনচ্যুত ট্রেনকে লাইনে তোলা: ইসি সানাউল্লাহ

রায়েরবাজারে গণকবর থেকে শহীদদের পরিচয় শনাক্ত রাষ্ট্রের দায়বদ্ধতার প্রতিফলন: প্রধান উপদেষ্টা

ঘুষের লাখ টাকাসহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আটক

৫ বছর গুম থাকলে সম্পত্তি বণ্টনের আদেশ দিতে পারবেন ট্রাইব্যুনাল

ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পূর্ণমাত্রার নিরাপত্তা মহড়া, সফলভাবে উদ্ধার যাত্রীরা