হোম > জাতীয়

জুলাই–আগস্টের গণহত্যা: ডিজিটাল তথ্য সংরক্ষণ করতে ট্রাইব্যুনালের নির্দেশ

আজকের পত্রিকা ডেস্ক­

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময়ের বিভিন্ন ঘটনার যেসব বিবরণ-ডেটা বিটিআরসি ও এনটিএমসির কাছে রয়েছে, সেসব সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে জুলাই-আগস্টের বিষয়ে তদন্তকাজে সহযোগিতা করতে দেশের সব মোবাইল অপারেটর ও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে। তারা যাতে নেটওয়ার্ক সিস্টেম ডিভাইস, আইটি লকসহ প্রয়োজনীয় সব বিষয়ে সাহায্য করেন।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এসব আদেশ দেন।

পরে আদেশের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

চিফ প্রসিকিউটর বলেন, ছাত্র-জনতার আন্দোলনের সময় যেসব ঘটনার ডেটা (তথ্য) এনটিএমসি ও বিটিআরসির কাছে সংরক্ষিত আছে, সেসব একটি নির্দিষ্ট সময়ের পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। আদালত নির্দেশ দিয়েছেন, যাতে এসব গুরুত্বপূর্ণ ডেটা আলাদাভাবে সংরক্ষণ করা হয়। কারণ জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময়ের এসব ডেটা ভবিষ্যতে বিচারকাজে প্রয়োজন হতে পারে।

তিনি বলেন, একটি জাতীয় দৈনিকে ৭৫ জনের সম্পদ বিবরণী ট্রাইব্যুনাল থেকে চাওয়া হয়েছে উল্লেখ করে সংবাদ প্রকাশিত হয়েছে। বিষয়টিতে ট্রাইব্যুনালের দৃষ্টি আকর্ষণ হয়েছে। ট্রাইব্যুনাল স্বতঃপ্রণোদিত হয়ে ২০ জানুয়ারি সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন। কারণ, ট্রাইব্যুনাল এ ধরনের কোনো আদেশ দেননি।

দুই মাসের চুক্তিতে স্বাস্থ্যের ডিজি ও সচিব নিয়োগ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ২৫৮২ জন

৪৪ কোটি টাকা আত্মসাৎ: পি কে হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

হাদি হত্যা মামলার তদন্ত-বিচারকাজে আইনি পরামর্শক হলেন সমাজী

এখন র‍্যাপিড পাস রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

রেলপথ, ইঞ্জিনসহ সম্পদের ক্ষতিসাধন থেকে বিরত থাকার আহ্বান

৪ আইন কর্মকর্তার নিয়োগ বাতিল

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ছে না: ইসি সচিব

পোস্টাল ভোটের নিবন্ধন সাড়ে ৯ লাখ ছাড়াল

যত বড় অপরাধীই হোক, পিটিয়ে মারা গ্রহণযোগ্য নয়: ধর্ম উপদেষ্টা