হোম > জাতীয়

বাংলাদেশ শিগগিরই ব্রিকস জোটের সদস্য হতে পারে: পররাষ্ট্রমন্ত্রী 

বাসস

বাংলাদেশ শিগগিরই অর্থনৈতিক জোট ব্রিকস-এর সদস্য পদ পেতে পারে বলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন।

সুইজারল্যান্ড সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোটের সদস্য দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সিরিল রামাপোশার সঙ্গে সাক্ষাতের সময় সদস্যপদের বিষয়টি তুলে ধরেন।

পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, শিগগিরই বাংলাদেশের ব্রিকসের সদস্যপদ পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ব্রিকস ব্যাংক সম্প্রতি বাংলাদেশকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে। ভবিষ্যতে ব্রিকসে যোগ দেওয়ার আমন্ত্রণও পাবে বাংলাদেশ।

মোমেন জানান, আগস্টে দক্ষিণ আফ্রিকায় ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। তাতে প্রধানমন্ত্রী এতে যোগ দেবেন।

ব্রিকসের বর্তমান সদস্য ব্রাজিল, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা ও রাশিয়া। আরো আটটি দেশকে সদস্য পদের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে বাংলাদেশ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের জন্য অর্থায়নের আরেকটি ক্ষেত্র হবে এটি। এটা আমাদের জন্যে ভালো হবে, যেহেতু আমাদের টাকা প্রয়োজন।’
 
তিনি বলেন, দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে দক্ষিণ আফ্রিকাকে বাংলাদেশে একটি মিশন খুলতে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী। 

এর আগে মাল্টার প্রেসিডেন্ট ড. জর্জ ভেল্লা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করেন। শেখ হাসিনা তাকেও ঢাকায় মিশন খোলার অনুরোধ করেন। এছাড়া তিনি তৈরি পোশাক পণ্য ও ঔষধ আমদানি করতে মাল্টার প্রতি অনুরোধ জানান। 

এরপর আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ হাউনবো একই জায়গায় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করেন। 

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, শ্রম ও কর্মসংস্থান সচিব মো. এহসান ই-এলাহী এবং প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল সেখানে ছিলেন।

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির