হোম > জাতীয়

সংসদে উত্থাপনের দেড় ঘণ্টার মধ্যে আধা ঘণ্টার বৈঠকে ৩ বিল পাসের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সংসদে বিল ওঠার দেড় ঘণ্টার মধ্যে মাত্র আধা ঘণ্টার বৈঠক করে তিনটি বিল পাসের জন্য সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল ৪টায় পরে সংসদের বৈঠক বসলে শিক্ষামন্ত্রী দীপু মনি দেশে তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনে বিল তোলেন। 

শিক্ষামন্ত্রীর উপস্থাপিত বিল তিনটি হচ্ছে—জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নারায়ণগঞ্জ, বিল, ২০২৩; লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল, ২০২৩ এবং সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল, ২০২৩। পরে বিলটির বিষয়ে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য তিন দিনের সময় দিয়ে সংসদীয় কমিটিতে পাঠানো হয়। 

বিল তোলার দেড় ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। জানা গেছে, আধ ঘণ্টার মতো বৈঠক চলে। বৈঠকে তিনটি বিলের বিষয়ে জাতীয় সংসদে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার সুপারিশ করা হয়। 

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টায় সংসদীয় কমিটির বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু বিলটি ওঠার পরপরই ওই বৈঠকের সময় দুই ঘণ্টা এগিয়ে এনে সন্ধ্যা ৬টায় পুনর্নির্ধারণ করা হয়। সংসদীয় কমিটির সদস্যদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে বৈঠকের সময় এগিয়ে আনার বিষয়টি জানানো হয় বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। 

বৈঠকে উপস্থিত থাকা এক সদস্য বলেন, বৈঠকে তেমন কোনো আলোচনাই হয়নি। সর্বোচ্চ আধা ঘণ্টার মতো বৈঠকে দু–তিনটি সংশোধনী দিয়েই বিলগুলো পাসের সুপারিশ করা হয়। 

বৈঠকের পরে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমিটি ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নারায়ণগঞ্জ, বিল, ২০২৩ ’, ‘লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল, ২০২৩’ এবং ‘সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল, ২০২৩’ প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিমার্জন ও পরিবর্ধন করে জাতীয় সংসদে চূড়ান্ত রিপোর্ট প্রদানের সুপারিশ করেছে। 

কমিটির সভাপতি সাগুফতা ইয়াসমিনের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন—কমিটির সদস্য শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ফজলে হোসেন বাদশা, আবদুস সোবহান মিয়া এবং এমএ মতিন।

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন