হোম > জাতীয়

ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্রসচিব

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

ভারতের পররাষ্ট্রসচিব বিনয় মোহন কোয়াত্রা আগামী শনিবার (২০ এপ্রিল) ঢাকা আসতে পারেন। টানা চতুর্থবারের মতো ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরে আমন্ত্রণ জানাতে তাঁর এই সফর। দেশটির একটি কূটনৈতিক সূত্র এমনটাই জানিয়েছে।

শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর থেকেই নিকট প্রতিবেশী ভারত চায় তিনি দেশটি সফর করুন। আসন্ন ১৮ তম লোকসভা নির্বাচনের পর আগামী জুলাইয়ের প্রথমার্ধে তাঁকে দিল্লিতে স্বাগত জানাতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার।

শেখ হাসিনা সর্বশেষ গত বছরের সেপ্টেম্বরে ভারত সফর করেন।

অন্যদিকে, বৈশ্বিক ও আঞ্চলিক রাজনীতি ও অর্থনৈতিক বিবেচনায় গুরুত্বপূর্ণ চীনও চায় শেখ হাসিনা দেশটি সফর করুন। চীনের প্রত্যাশা, তিনি আগামী জুলাইয়ের শেষ দিকে বেইজিং যাবেন।

শেখ হাসিনা সর্বশেষ চীন সফর করেন ২০১৯ সালে।

আগামী সপ্তাহে সফরে বিনয় মোহন কোয়াত্রা পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা আছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা পররাষ্ট্রসচিবের ঢাকা সফরে সঙ্গী হচ্ছেন।

জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন বিচারপতি ফারাহ মাহবুব

প্রবাসীদের ২৫ জানুয়ারির মধ্যে ভোট দিতে বলল ইসি

মঞ্জুরুল আহসান মুন্সীর রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না

জাতীয় স্কেলে বেতন পাবেন ইমাম-মুয়াজ্জিন, গেজেট প্রকাশ

মানবতাবিরোধী অপরাধ: জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন

‘সাইকো’ সম্রাটের ঘটনায় ফের আলোচনায় রসু খাঁ, কোথায় তিনি

৩০৫ জনের প্রার্থিতা প্রত্যাহার, লড়াইয়ে ১৯৬৭ জন

পছন্দের প্রতীকই পেলেন তাসনিম জারা

ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে ৭২ কোটি টাকা বরাদ্দ, বিদ্যুৎ না থাকা কেন্দ্রে যে ব্যবস্থা

একাত্তরে মানবতাবিরোধী অপরাধ: মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালামের আত্মসমর্পণের আবেদন