হোম > জাতীয়

শান্ত থাকুন, আপনাদের দাবি পূরণ হচ্ছে খুব শিগগির—আদালতে বিক্ষোভকারীদের আইন উপদেষ্টা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সব বিচারপতির পদত্যাগের দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তাঁদের দাবি খুব শিগগির পূরণ হচ্ছে বলে আশ্বস্ত করেন তিনি।

আজ শনিবার সকাল থেকে আপিল বিভাগের সব বিচারপতির পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্ট ঘেরাও করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আইনজীবীরা। 

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল কিছুক্ষণ আগে ফেসবুক লাইভে এসে বলেন, ‘আপনারা শান্ত থাকুন। আপনারা যে দাবিতে আন্দোলন করছেন আমি জানতে পেরেছি, খুব শিগগিরই সেই দাবি পূরণ হচ্ছে।’

তিনি বলেন, সুপ্রিম কোর্টের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি ও ঐতিহাসিক নথি রয়েছে। তাঁরা যেন সেসব নথি নষ্ট না করেন এবং সুপ্রিম কোর্টে কোনো হামলা না করেন।

এর আগে সকালে প্রধান বিচারপতিকে শিক্ষার্থীদের পক্ষ থেকে পদত্যাগের আলটিমেটাম দেওয়া প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, তাঁদের আকাঙ্ক্ষা অনুযায়ী কী করা উচিত, তা প্রধান বিচারপতি করবেন। 

এদিকে সকাল সাড়ে ১০টার দিকে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সব বিচারপতির পদত্যাগের দাবিতে আইনজীবী ও শিক্ষার্থীরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। 

বিক্ষোভের মুখে সুপ্রিম কোর্টের সব বিচারপতিকে নিয়ে সকাল সাড়ে ১০টায় ডাকা পূর্বনির্ধারিত ফুলকোর্ট সভা স্থগিত করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

প্রবাসীদের ২৫ জানুয়ারির মধ্যে ভোট দিতে বলল ইসি

মঞ্জুরুল আহসান মুন্সীর রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না

জাতীয় স্কেলে বেতন পাবেন ইমাম-মুয়াজ্জিন, গেজেট প্রকাশ

মানবতাবিরোধী অপরাধ: জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন

‘সাইকো’ সম্রাটের ঘটনায় ফের আলোচনায় রসু খাঁ, কোথায় তিনি

৩০৫ জনের প্রার্থিতা প্রত্যাহার, লড়াইয়ে ১৯৬৭ জন

পছন্দের প্রতীকই পেলেন তাসনিম জারা

ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে ৭২ কোটি টাকা বরাদ্দ, বিদ্যুৎ না থাকা কেন্দ্রে যে ব্যবস্থা

একাত্তরে মানবতাবিরোধী অপরাধ: মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালামের আত্মসমর্পণের আবেদন

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস