হোম > জাতীয়

পদ্মা সেতুর বিরোধিতাকারীদের আইনের আওতায় আনার দাবি সংসদে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পদ্মা সেতু নির্মাণে বিরোধিতাকারীদের আইনের আওতায় আনার জন্য জাতীয় সংসদে দাবি তুলেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। ফরিদপুরের ভাঙায় যে জাদুঘর হবে সেখানে সেতুর বিরোধিতাকারীদের সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করারও প্রস্তাব করেন তিনি। 

আজ রোববার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এমপি শম্ভু এ দাবি করেন। 

ভাঙ্গায় জাদুঘর নির্মাণে প্রধানমন্ত্রীর ঘোষণার প্রসঙ্গ টেনে শম্ভু বলেন, ‘পদ্মা সেতুর যন্ত্রপাতি নিয়ে ভাঙ্গায় জাদুঘর হবে। আমার প্রস্তাব থাকবে, কারা কারা এ পদ্মাসেতুর বিরোধিতা করেছেন, কী আকারে, প্রকারে বিরোধিতা করেছেন তা সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে।’ 

সর্বশেষ একনেক সভায় প্রধানমন্ত্রী ফরিদপুরের ভাঙ্গায় একটি জাদুঘর নির্মাণের নির্দেশ দেন। তিনি বলেন, ওই জাদুঘরে পদ্মা সেতু নির্মাণে ব্যবহৃত কিছু যন্ত্রপাতি ও সরঞ্জাম রাখা হবে। প্রধানমন্ত্রী আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের দিন সেতুটির নির্মাণ শ্রমিক, সংশ্লিষ্ট মন্ত্রী, সচিব ও অন্য কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ছবি তুলবেন—এই ছবিও জাদুঘরটিতে স্থান পাবে।

স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন

এমপি শম্ভু বলেন, ‘কোনো নতুন রাস্তা তৈরির দরকার নেই। বিদ্যমান যে রাস্তাগুলো আছে তা মেরামত করে চলার উপযোগী করাতে হবে।’ 

তিনি বলেন, প্রধানমন্ত্রী বরগুনায় ২৫০ বেডের হাসপাতাল দিয়েছেন। সেখানে ভবন নির্মাণ শেষ হয়েছে কিন্তু ডাক্তার নেই, নার্স নেই। ১০০ বেডের হাসপাতালের খাদ্যে আড়াইশ বেডের হাসপাতাল চলে। বরগুনায় মডেল মসজিদ নির্মাণের কাজ এগোচ্ছে না বলেও অভিযোগ করেন এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

সড়ক দুর্ঘটনা: ক্ষতিপূরণ আবেদনের সময় বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব

এনইআইআর চালু: একজনের নামে ২০০ ফোনসেট নিবন্ধন!

সংসদ নির্বাচন: আযাদ, মান্নাসহ ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল

একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন: ফয়েজ আহমদ তৈয়্যব

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে গণভোটের প্রচারে সরকার

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

বায়তুল মোকাররমে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

নির্বাচন ও গণভোট: কেন্দ্র বাড়ছে না, ভোটকক্ষ ও গোপন কক্ষ বাড়ছে

জাপার ৩, জামায়াতের ১ জনের প্রার্থিতা বাতিল