হোম > জাতীয়

পদ্মা সেতুর বিরোধিতাকারীদের আইনের আওতায় আনার দাবি সংসদে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পদ্মা সেতু নির্মাণে বিরোধিতাকারীদের আইনের আওতায় আনার জন্য জাতীয় সংসদে দাবি তুলেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। ফরিদপুরের ভাঙায় যে জাদুঘর হবে সেখানে সেতুর বিরোধিতাকারীদের সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করারও প্রস্তাব করেন তিনি। 

আজ রোববার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এমপি শম্ভু এ দাবি করেন। 

ভাঙ্গায় জাদুঘর নির্মাণে প্রধানমন্ত্রীর ঘোষণার প্রসঙ্গ টেনে শম্ভু বলেন, ‘পদ্মা সেতুর যন্ত্রপাতি নিয়ে ভাঙ্গায় জাদুঘর হবে। আমার প্রস্তাব থাকবে, কারা কারা এ পদ্মাসেতুর বিরোধিতা করেছেন, কী আকারে, প্রকারে বিরোধিতা করেছেন তা সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে।’ 

সর্বশেষ একনেক সভায় প্রধানমন্ত্রী ফরিদপুরের ভাঙ্গায় একটি জাদুঘর নির্মাণের নির্দেশ দেন। তিনি বলেন, ওই জাদুঘরে পদ্মা সেতু নির্মাণে ব্যবহৃত কিছু যন্ত্রপাতি ও সরঞ্জাম রাখা হবে। প্রধানমন্ত্রী আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের দিন সেতুটির নির্মাণ শ্রমিক, সংশ্লিষ্ট মন্ত্রী, সচিব ও অন্য কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ছবি তুলবেন—এই ছবিও জাদুঘরটিতে স্থান পাবে।

স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন

এমপি শম্ভু বলেন, ‘কোনো নতুন রাস্তা তৈরির দরকার নেই। বিদ্যমান যে রাস্তাগুলো আছে তা মেরামত করে চলার উপযোগী করাতে হবে।’ 

তিনি বলেন, প্রধানমন্ত্রী বরগুনায় ২৫০ বেডের হাসপাতাল দিয়েছেন। সেখানে ভবন নির্মাণ শেষ হয়েছে কিন্তু ডাক্তার নেই, নার্স নেই। ১০০ বেডের হাসপাতালের খাদ্যে আড়াইশ বেডের হাসপাতাল চলে। বরগুনায় মডেল মসজিদ নির্মাণের কাজ এগোচ্ছে না বলেও অভিযোগ করেন এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

হাদি হত্যায় অভিযুক্তের ১৭টি সক্রিয় সিম পাওয়া গেছে: মন্ত্রণালয়

খালেদা জিয়ার মৃত্যুতে জয়শঙ্করের সফরে ‘রাজনীতি’ না খোঁজাই ভালো, আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আরশাদুর রউফ

স্ত্রীসহ সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব সরকারের ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু: তদন্ত প্রতিবেদনে যা আছে

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

পদত্যাগের দুদিন পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান

জনসমক্ষে ধূমপানে জরিমানা ২০০০ টাকা, অধ্যাদেশ কার্যকর

জনতা ব্যাংকের ৩০০০ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানসহ ৯৪ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা