পরিবেশ রক্ষায় সারা দেশের গাছ কাটা নিয়ন্ত্রণে বিভিন্ন পর্যায়ে কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের বেঞ্চ এ রুল জারি করেন।
রুলে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, প্রধান বন সংরক্ষক এবং পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদের আগামী দুই সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
এর আগে গত ২৬ এপ্রিল ‘গরমে পিচ গললেও মন গলছে না’ ও ১ মে ‘শুধু কাটে, লাগায় না একটিও’ শিরোনামে আজকের পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। পরে ওই প্রতিবেদন দুটি যুক্ত করে পরিবেশ রক্ষায় ঢাকাসহ সারা দেশের গাছ কাটা বন্ধে জনস্বার্থে রিট দায়ের করা হয়। ৫ মে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে ওই রিট করা হয়।
শুনানিতে জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ বলেন, সরকারের অঙ্গীকার বাস্তবায়নে পরিবেশ রক্ষায় যত্রতত্র গাছ কাটা বন্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। গণমাধ্যমে যেভাবে রিপোর্ট প্রকাশিত হচ্ছে, তাতে মনে হচ্ছে গাছ কাটার মহোৎসব চলছে। সুস্থভাবে বেঁচে থাকার জন্য ঢাকা শহরে যে পরিমাণ গাছপালা থাকা দরকার তা দিন দিন কমছে। সম্প্রতি তাপমাত্রা বৃদ্ধির কারণে মানুষের জীবনযাত্রা আরও দুর্বিষহ হয়ে উঠছে। অন্যদিকে সামাজিক বনায়ন চুক্তিতে সারা দেশে লাগানো গাছগুলো কেটে ফেলার কারণে পরিবেশের ওপর বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। যা বন্ধ না হলে বাংলাদেশে পরিবেশ বিপর্যয় ঘটবে ও মানুষের বেঁচে থাকার অধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
মনজিল মোরসেদ আরও বলেন, আদালত সাতটি বিষয়ের ওপর রুল জারি করেছেন। এর মধ্যে সারা দেশে গাছ কাটা বন্ধে ব্যবস্থা নিতে নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, সামাজিক বনায়ন বিধিমালা-২০০৪ এর বিধানে গাছ লাগানোর চুক্তিভুক্ত পক্ষকে অর্থ প্রদানের বিধান সংযুক্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। এ ছাড়া গাছ কাটা বন্ধে বিভিন্ন পর্যায়ে কমিটি গঠন করতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং কমিটি গঠন হওয়ার আগ পর্যন্ত যাতে কোনো গাছ কাটা না হয় সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।