হোম > জীবনধারা > ভ্রমণ

ঈদের সংক্ষিপ্ত ভ্রমণ হোক মানিকগঞ্জে

আব্দুর রাজ্জাক, ঘিওর, মানিকগঞ্জ

ঢাকার কাছেই। কিন্তু দেখার আছে অনেক কিছু; বিশেষ করে প্রকৃতি। বসন্ত ও গ্রীষ্মে মানিকগঞ্জ যেন রূপের ডালি নিয়ে অপেক্ষা করে। বিস্তীর্ণ সবুজ মাঠের শেষ প্রান্তে টকটকে লাল শিমুল কিংবা পলাশের দেখা পাওয়া এ অঞ্চলে খুব স্বাভাবিক। এর ওপর গ্রীষ্মে আছে কৃষ্ণচূড়া। ছাতার মতো কৃষ্ণচূড়াগাছের সবুজ পাতা ছাপিয়ে দেখা যাবে টকটকে লাল কৃষ্ণচূড়া।

একইভাবে সবুজ কোনো মাঠ কিংবা কেটে রাখা গমখেতের নয়নাভিরাম দৃশ্য। বসন্ত ও গ্রীষ্মে সবারই একবার করে যাওয়া উচিত মানিকগঞ্জের যেকোনো জায়গায়।

শুধু শিমুল, পলাশ কিংবা কৃষ্ণচূড়া নয়; পুরো মানিকগঞ্জের যেকোনো জায়গায় দেখা যাবে সবুজ পাতার প্রেক্ষাপটে ফুটে থাকা সাদা বরুণ। মানিকগঞ্জের ঘিওর, সিংগাইর, সাটুরিয়া, হরিরামপুর, শিবালয়, সদর, দৌলতপুর উপজেলার যেকোনো রাস্তা ধরে দেখা মিলবে এর।

ঢাকার খুব কাছে বলে মানিকগঞ্জের যেকোনো উপজেলা শহরে যেতে সময় লাগে কম। ঢাকার গাবতলী থেকে বাসে কিংবা খুব অল্প টাকায় গাড়ি ভাড়া করে এক দিন বা এক বেলার জন্য ঘুরে আসা যায় মানিকগঞ্জ থেকে। শুধু প্রকৃতি নয়; মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় আছে বালিয়াটি জমিদারবাড়ি। সদর উপজেলার বেতিলায় আছে বেতিলা জমিদারবাড়ি। শিবালয় উপজেলায় আছে তেওতা জমিদারবাড়ি। এই জমিদারবাড়ি আবার কবি কাজী নজরুল ইসলাম ও তাঁর স্ত্রী প্রমীলা দেবীর স্মৃতিবিজড়িত। মানিকগঞ্জের পাশেই আছে টাঙ্গাইলের নাগরপুর চৌধুরীবাড়ি। মূলত এটি জমিদার যদুনাথ চৌধুরীর বাড়ি।

ঢাকা থেকে এক দিনের সংক্ষিপ্ত ভ্রমণের জন্য মানিকগঞ্জ উপযুক্ত জায়গা। এ ছাড়া দেশের যেকোনো প্রান্ত থেকে ঢাকা হয়ে বা সরাসরি মানিকগঞ্জ আসা যায়।

২০২৬ সালের জন্য এয়ারবিএনবি-এর পূর্বাভাস

পর্যটকের স্রোতে বিপর্যস্ত শহর

বিমানযাত্রার অলিখিত নিয়মগুলো জেনে নিন

রহস্যময় আগুন পাহাড়

ভিয়েতনামের পর্যটনশিল্প পুনরুদ্ধারের গতি দ্রুত

চীনে বাড়ছে ঘোড়ায় চড়ে ছুটি কাটানোর প্রবণতা

এআই-নির্ভর ভ্রমণে শীর্ষে ভিয়েতনাম

আন্তর্জাতিক পর্যটনে শীর্ষে ব্যাংকক, আকর্ষণীয় শহর প্যারিস

জেনে নিন মালদ্বীপ ভ্রমণের সেরা সময় কখন

নেপালের অদেখা জগৎ