ভারত সাগরের মুক্তা বলা হয় শ্রীলঙ্কাকে। ছোট্ট এই দ্বীপদেশটি প্রাচীন সভ্যতা, সোনালি বালুকাময় সমুদ্রসৈকত, পর্বত এবং রাবার ও চা-বাগানের জন্য সুপরিচিত। শুধু প্রকৃতি নয়, এখানে দেখা মিলবে পর্তুগিজ, ডাচ ও ইংরেজদের শাসনামলের ঔপনিবেশিক স্থাপত্য। যাঁরা ঈদ ভ্রমণের তালিকায় রেখেছেন এই দেশ, তাঁদের জন্য অবশ্য দ্রষ্টব্য ৫টি জায়গার তালিকা রইল।
ঐতিহ্য উপভোগ করতে চাইলে চলে যেতে হবে রাজধানী কলম্বোয়। এখানে আকর্ষণীয় স্থাপত্যের মধ্যে রয়েছে প্রাচীন মন্দির এবং ঔপনিবেশিক স্থাপত্য, আকাশচুম্বী ভবন আর শহুরে উদ্যান। জামি উল-আলফা মসজিদসহ বিভিন্ন ধর্মীয় স্থাপনা আছে এখানে।
রেইনফরেস্ট, চা-বাগান আর হ্রদের শহর ক্যানডি। এখানে দেখা যাবে পেরাডেনিয়া রয়্যাল বোটানিক্যাল গার্ডেনের অর্কিড হাউস। এখানে টেম্পল অব দ্য ট্রুথ নামে একটি মন্দিরে সংরক্ষিত আছে বুদ্ধের দাঁত। শ্রীলঙ্কার বৈচিত্র্যময় উৎসব এসালা পেরাহেরা প্রতিবছরের আগস্টে ক্যানডিতেই অনুষ্ঠিত হয়।
এ দেশে সমুদ্র দেখতে হলে চলে যেতে হবে মিরিসার দিকে। বিশেষত অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত সেখানে নীল তিমি দেখার সুযোগ থাকে।
সংস্কৃতির খোঁজ পেতে চাইলে যেতে হবে অনুরাধাপুরা ও পোলোনারুওয়া শহরে। অনুরাধাপুরা পরিত্যক্ত প্রাচীন শহর। প্রাচীন রাজপ্রাসাদ ও অন্যান্য রাজকীয় স্থাপনার জন্য পোলোনারুওয়া পর্যটকদের কাছে প্রসিদ্ধ।