হোম > জীবনধারা > ভ্রমণ

যেখানে মোবাইল ফোন নেওয়া মানা

ডেস্ক রিপোর্ট

এখন আর ক্যামেরার দরকার হয় না ছবি তোলার জন্য। মোবাইল ফোনেই সে কাজটি সেরে ফেলেন প্রায় সবাই। তবে কয়েকটি জায়গায় ঘুরতে গেলে ছবি বা ভিডিও করা তো দূরের বিষয়, মোবাইল ফোন বহনও করতে পারবেন না। সেসব জায়গায় মোবাইল ফোন ব্যবহার করলেই গুনতে হবে জরিমানা।

দক্ষিণ ভারতের মন্দিরগুলোর শুদ্ধতা ও পবিত্রতা বজায় রাখার জন্য ২০২২ সালের ডিসেম্বরে তামিলনাড়ু সরকার রাজ্যের সব মন্দিরে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছিল। উত্তর প্রদেশের অযোধ্যার রাম জন্মভূমি কমপ্লেক্সের সম্পূর্ণ এলাকায় মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ। শুধু মোবাইল ফোনই নয়, ক্যামেরা, ঘড়ি, বেল্ট এবং যেকোনো ইলেকট্রনিক গ্যাজেটও সেখানে নিষিদ্ধ। এ ছাড়া দিল্লির অক্ষরধাম মন্দির চত্বরে মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন না ভ্রমণকারীরা।

ইতালি, শ্রীলঙ্কা ও ক্যারিবিয়ান বিচেও রয়েছে মোবাইলের ওপরে নিষেধাজ্ঞা। ক্যারিবিয়ান বিচের এলিট আইল্যান্ড রিসোর্টের সব সৈকতে ২০১২ সালে মোবাইল নিষিদ্ধ নীতি চালু হয়। শ্রীলঙ্কার বিখ্যাত ইয়ালা জাতীয় উদ্যানে বন্য প্রাণীদের রক্ষার জন্য ২০১৫ সাল থেকে মোবাইল ফোন বহন বা ব্যবহার নিষিদ্ধ করেছে সে দেশের সরকার। ইতালির বিখ্যাত সিস্টাইন চ্যাপেলেও রয়েছে মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞা।

কেমন দেখতে চাই দেশের পর্যটনশিল্প

২০২৬ সালে ভ্রমণে যেসব ট্রেন্ড থাকবে

ভ্রমণের ক্ষেত্রে কোন দেশ ব্যয়বহুল, সাশ্রয়ীর তালিকায় রয়েছে কারা

সেরা দশের শীর্ষে ব্যাংকক, তলানিতে কে?

স্বল্প খরচে নেপাল ভ্রমণের ১১ পরামর্শ

নেপালের মহাপরিকল্পনায় এভারেস্ট রক্ষা পাবে তো?

উত্তরের হিম রাজ্যে তুষারবিলাসের রোমাঞ্চ, হিমাঙ্কের নিচে তপ্ত রাত

গ্রামের নাম মহিষখোলা

মাধবকুণ্ড ঝরনার পানিতে বিরল ঝরনাপাখি

বাংলাদেশের পর্যটক কমায় ভারতে নিম্নমুখী আন্তর্জাতিক ভ্রমণকারীর সংখ্যা