হোম > জীবনধারা > ভ্রমণ

ডাম্পিং ট্যুর নীতিমালা বদলাল দক্ষিণ কোরিয়া

ফিচার ডেস্ক

দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন মন্ত্রণালয় চীনা ট্যুর অপারেটরগুলোকে আকৃষ্ট করতে নীতিমালা সংশোধন করেছে। এ ছাড়া ডাম্পিং ট্যুরের জন্যও নতুন নীতিমালা করেছে দেশটি।

ডাম্পিং ট্যুর বলতে এমন ভ্রমণ বোঝায়, যেখানে ট্যুর অপারেটররা শপিং মলগুলোর কাছ থেকে কমিশন নিয়ে বিদেশি পর্যটকদের জন্য সস্তায় ভ্রমণ প্যাকেজ দিয়ে থাকে। সাধারণত এ ধরনের ট্যুরে ট্রাভেল এজেন্সিগুলো দর্শনীয় জায়গা দেখানোর চেয়ে কেনাকাটাকে বেশি গুরুত্ব দেয়।

গত মে মাসে দক্ষিণ কোরিয়া ভ্রমণের সময় একটি চীনা ট্যুর গ্রুপকে কেনাকাটা করতে বাধ্য করায় একটি ট্রাভেল এজেন্সির লাইসেন্স স্থগিত করেছিল সে দেশের সরকার। এ ঘটনার পরিপ্রেক্ষিতে এ মাসের শুরুতে ডাম্পিং ট্যুরের ওপর নতুন নির্দেশনা জারি করেছে দেশটি।

দক্ষিণ কোরিয়ার পর্যটনশিল্প দেশটির অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লিয়াওনিং একাডেমি অব সোশ্যাল সায়েন্সেসের বিশেষজ্ঞ লু চাও জানিয়েছেন, দক্ষিণ কোরিয়া তার পর্যটন খাতের ধারাবাহিক উন্নয়ন ও বৃদ্ধিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে।

গ্লোবাল টাইমস জানিয়েছে, ২০২৪ সালের প্রথম ছয় মাসে দক্ষিণ কোরিয়ায় চীনা পর্যটকের সংখ্যা ছাড়িয়ে গেছে ২ মিলিয়ন বা ২০ লাখের ঘর। গ্রুপ ট্যুর ভিসায় দক্ষিণ কোরিয়ায় প্রবেশকারী চীনা পর্যটকদের অনুপাত ১২ শতাংশের কাছাকাছি চলে গেছে। দেশটির সরকার তাদের পর্যটন খাতের এই উন্নতি ধরে রাখতে চায়। ফলে ডাম্পিং ট্যুর বিষয়ে নতুন নিয়ম ভঙ্গকারী ট্যুর অপারেটরদের বিরুদ্ধে দেশটির প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছে দ্য কোরিয়া টাইমস।

সূত্র ও ছবি: গ্লোবাল টাইমস

নেপালের মহাপরিকল্পনায় এভারেস্ট রক্ষা পাবে তো?

উত্তরের হিম রাজ্যে তুষারবিলাসের রোমাঞ্চ, হিমাঙ্কের নিচে তপ্ত রাত

গ্রামের নাম মহিষখোলা

মাধবকুণ্ড ঝরনার পানিতে বিরল ঝরনাপাখি

বাংলাদেশের পর্যটক কমায় ভারতে নিম্নমুখী আন্তর্জাতিক ভ্রমণকারীর সংখ্যা

আকাশে ঘুরে বেড়ানো এক নিঃসঙ্গ বাবার গল্প

হোটেল রুমের পরিচ্ছন্নতা ও শিষ্টাচার

ভ্রমণে এক ব্যাগে সবকিছু রাখলে বিপদ হতে পারে, দেখে নিন কী করবেন

আবুধাবি ভ্রমণের আগে যা জানা জরুরি

২০২৬ সালের জন্য এয়ারবিএনবি-এর পূর্বাভাস