হোম > জীবনধারা > সোশ্যাল মিডিয়া

বিজ্ঞাপনদাতাদের টুইটারের সঙ্গে থাকার অনুরোধ মাস্কের

প্রযুক্তি ডেস্ক

বিজ্ঞাপনদাতাদের টুইটার ব্যবহার অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্ক। স্থানীয় সময় গতকাল বুধবার প্রায় লাখ খানেক দর্শক নিয়ে ‘টুইটার স্পেস সেশন’-নামে একটি ভার্চুয়াল অনুষ্ঠান আয়োজন করেন। ১ ঘণ্টাব্যাপী এই সেশনেই বিভিন্ন বিষয়ে আলাপের পাশাপাশি বিজ্ঞাপনদাতাদের প্রতি এই আহ্বান জানান মাস্ক। 

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্কের ওই সেশনে সাধারণ দর্শকের পাশাপাশি উপস্থিত ছিলেন অ্যাডিডাস, শেভরন, নিশানের মতো বড় বড় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সেশনটিতে ইলন মাস্ক টুইটার নিয়ে তাঁর পরিকল্পনা গুলো সবার সামনে তুলে ধরেন। 

ব্যবহারকারীদের তথ্য যাচাইকরণ, কনটেন্ট মডারেশন এমনকি ব্যাংকিং ফিচার যুক্ত করাও ইলন মাস্কের পরিকল্পনার অন্তর্ভুক্ত। মাস্ক তাঁর পরিকল্পনা তুলে ধরে, বিজ্ঞাপনদাতাদের টুইটারের সঙ্গে থাকার জন্য অনুরোধ করেন। তিনি বলেন, ‘বিজ্ঞাপন এবং ব্যবহারকারী বাড়লেই আমি বুঝব যে আমার নেওয়া সিদ্ধান্তগুলো সফলতার মুখ দেখছে। কমলে বুঝব সফল হয়নি।’ ইলন মাস্ক আরও বলেন, ‘আমি চাই টুইটার এমন একটি শক্তিতে পরিণত হোক যা সভ্যতাকে ইতিবাচক দিকে নিয়ে যাবে।’ 

সমালোচনাকারী এবং বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলোর কাছে আরেকটি সুযোগ চেয়েছেন ইলন মাস্ক। এ বিষয়ে তিনি বলেছেন, ‘আমি বুঝি যে, মানুষ কিছু সময় নিয়ে সবকিছু আগে দেখতে চায়। তবে আমি বলব, সবকিছু বোঝার শ্রেষ্ঠ উপায় হচ্ছে টুইটার ব্যবহার। নিজেই যাচাই করুন, আপনার টুইটার ব্যবহারের অভিজ্ঞতা কেমন বদলেছে। বুঝুন, এটি কি আগের চেয়ে ভালো নাকি খারাপ হয়েছে।’ 

মাস্ক আরও জানান, যারা টুইটারের ব্লু টিকের সাবস্ক্রিপশন নেবেন তাদের ক্রেডিট কার্ডের তথ্য এবং ফোন নম্বর ছাড়া আর কোনো তথ্যই দিতে হবে না। টুইটার তাদের ব্লু সাবস্ক্রাইবারদের করা টুইটগুলোই মূলত ফিডে রাখবে। যারা ব্লু টিকের সাবস্ক্রাইবার হবে না তাদের টুইটগুলো আলাদা পেজে থাকবে। তাদের টুইট দেখতে হলে ব্যবহারকারীদের খুঁজতে হবে আলাদা করে। 

সোশ্যাল মিডিয়ায় বয়ফ্রেন্ডকে আড়ালে রাখছেন তরুণীরা, এই প্রবণতার মানে কী

সবচেয়ে প্রভাবশালী ৪ মিডিয়ার লাগাম এখন ৪ শীর্ষ ধনীর হাতে

বিনোদনের জন্য নিজের ডিপফেইক ভিডিও তৈরি করে দেবে ‘সোরা’

ফেসবুকে নতুন ফিচার ‘ফ্যান চ্যালেঞ্জ’, ব্যবহারে যে লাভ

শৈশবের নিজেকে কাছে পেলে কেমন হবে অনুভূতি

বিয়ে করেছেন ‘আংকেল রজার’, কনে বাংলাদেশি বংশোদ্ভূত সাবরিনা

তরুণদের মধ্যে নিজস্ব পাঠ্যক্রমে বই পড়ার প্রবণতা বাড়ছে

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

মার্ক জাকারবার্গ বনাম মার্ক জাকারবার্গ: নাম নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে আইনি লড়াই

টিকটক মাতাচ্ছেন মার্কিন বাহিনীর তরুণী সেনারা, নিরাপত্তাঝুঁকি নিয়ে বিতর্ক