হোম > জীবনধারা > সোশ্যাল মিডিয়া

টুইটার সদর দপ্তরের পরিচ্ছন্নতা কর্মীদের ছাঁটাই, কাজ করবে ‘রোবট’

প্রযুক্তি ডেস্ক

টুইটারের সান ফ্রান্সিসকো হেডকোয়ার্টারের সব পরিচ্ছন্নতা কর্মীর ছাঁটাই করেছে টুইটার। জানা যায়, পরিচ্ছন্নতা কর্মীদের বদলে ‘রোবট’ নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। 

বরখাস্ত পরিচ্ছন্নতা কর্মীরা জানান, তাঁদের কোনো প্রকার ক্ষতিপূরণ দেওয়া ছাড়াই চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। ইলন মাস্কের একজন সহযোগী টুইটারের বরখাস্ত পরিচ্ছন্নতা কর্মীদের বলেছিলেন, তাঁদের বদলে টুইটারে কাজ করবে রোবট। 

বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদন অনুযায়ী, মাস্ক আইন ভঙ্গ করেছেন কি না তা খতিয়ে দেখতে সান ফ্রান্সিসকোর অ্যাটর্নি ডেভিড চিউ ছাঁটাইয়ের ঘটনা তদন্ত করছেন। চিউ বলেন, ‘ইলন মাস্কের শ্রম আইন লঙ্ঘনের দীর্ঘ ইতিহাস রয়েছে। এই ঘটনায় আমি মোটেই অবাক না হলেও শ্রমিকদের প্রতি আমার সমবেদনা রয়েছে। আমরা বিষয়টি আরও খতিয়ে দেখব।’ 

পরিচ্ছন্নতা কর্মীদের সংগঠনকে গত সপ্তাহে জানানো হয়েছিল যে তাঁদের চাকরি হুমকির মধ্যে রয়েছে। এর প্রতিবাদে সংগঠনের কর্মীরা ৫ ডিসেম্বর ধর্মঘটের আয়োজন করে। এর পরেই তাঁদের চাকরিচ্যুত করার ঘোষণা দেয় টুইটার কর্তৃপক্ষ। সংগঠনের সভাপতি ওলগা মিরান্ডা বলেন, ‘ক্রিসমাসের মাত্র তিন সপ্তাহ আগে আমাদের ছাঁটাই করা হয়। আমার মতে, বরখাস্তের কারণ—আমাদের একটি জোট রয়েছে।’ 

আরেক পরিচ্ছন্নতা কর্মী জুলিও আলভারাদো ১০ বছর টুইটারে কাজ করেছেন। তিনি বলেন, ‘মাস্কের পক্ষের একজন আমাকে বলেছিল, আমার কাজ শিগগিরই সেকেলে হয়ে যাবে। কারণ রোবট আমাদের জায়গা দখল করবে।’ 

চলতি বছরের অক্টোবরে টুইটারের দায়িত্ব নেওয়ার পর অবিলম্বে কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত করেন ইলন মাস্ক। এর এক সপ্তাহ পরেই কোম্পানির মোট ৭ হাজার ৫০০ জন কর্মীর প্রায় অর্ধেকই ছাঁটাই করেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় বয়ফ্রেন্ডকে আড়ালে রাখছেন তরুণীরা, এই প্রবণতার মানে কী

সবচেয়ে প্রভাবশালী ৪ মিডিয়ার লাগাম এখন ৪ শীর্ষ ধনীর হাতে

বিনোদনের জন্য নিজের ডিপফেইক ভিডিও তৈরি করে দেবে ‘সোরা’

ফেসবুকে নতুন ফিচার ‘ফ্যান চ্যালেঞ্জ’, ব্যবহারে যে লাভ

শৈশবের নিজেকে কাছে পেলে কেমন হবে অনুভূতি

বিয়ে করেছেন ‘আংকেল রজার’, কনে বাংলাদেশি বংশোদ্ভূত সাবরিনা

তরুণদের মধ্যে নিজস্ব পাঠ্যক্রমে বই পড়ার প্রবণতা বাড়ছে

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

মার্ক জাকারবার্গ বনাম মার্ক জাকারবার্গ: নাম নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে আইনি লড়াই

টিকটক মাতাচ্ছেন মার্কিন বাহিনীর তরুণী সেনারা, নিরাপত্তাঝুঁকি নিয়ে বিতর্ক