হোম > জীবনধারা > সোশ্যাল মিডিয়া

ইউটিউব চ্যানেলে টু স্টেপ নিরাপত্তা চালুর উপায়

প্রযুক্তি ডেস্ক

ইউটিউব চ্যানেল আক্ষরিক অর্থেই এখন একটি মূল্যবান সম্পদ। আর এটি সম্পূর্ণ ভার্চ্যুয়াল হওয়ায় নিরাপত্তা নিয়ে সব সময়ই উদ্বেগ থাকে। কারণ চ্যানেলের নিরাপত্তায় দুর্বলতা থাকলে সাইবার অপরাধীরা নিয়ন্ত্রণ নিয়ে ফেলতে পারে অথবা অপরাধমূলক কর্মকাণ্ড করে চ্যানেলের মালিককে ফাঁসিয়ে দিতে পারে। এমন ঝুঁকি থেকে নিরাপদ থাকতে ইউটিউব চ্যানেলে টু স্টেপ নিরাপত্তা ব্যবস্থা সক্রিয়া রাখা ভালো।

এখন কথা হলো, ইউটিউব চ্যানেলে টু স্টেপ ভেরিফিকেশন চালু করা যায় কীভাবে? ইউটিউব চ্যানেল খুলতে হয় জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে। তাই ইউটিউবের টু স্টেপ ভেরিফিকেশনের জন্য জিমেইলে টু স্টেপ ভেরিফিকেশন সক্রিয় করে নিলেই হয়। আর এটির সুফল পেতে চাইলে ব্রাউজারে জিমেইলের পাসওয়ার্ড কখনোই সংরক্ষণ করা যাবে না।

জিমেইল অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন সক্রিয় করার পদ্ধতি:

  • প্রথমে ব্রাউজারে গিয়ে জিমেইল অ্যাকাউন্টে লগ-ইন করতে হবে।
  • জিমেইল ওপেন করার পর ওপরে ডান দিকে প্রোফাইল ছবিতে ক্লিক করে ‘ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট’ সিলেক্ট করতে হবে।
  • নতুন একটি ট্যাব চালু হবে। ট্যাবের বাম দিকে ‘সিকিউরিটি’ অপশনে ক্লিক করলে ডানে কয়েকটি অপশন চলে আসবে।
  • এবার একটু স্ক্রল করে নিচের দিকে গেলেই ‘সাইনিং ইন টু গুগল’ ডায়ালগ বক্সে ‘টু-স্টেপ ভেরিফিকেশন’ অপশন পাওয়া যাবে। সেখানে ক্লিক করলে নতুন উইন্ডো খুলে যাবে। সেখানে নিচের দিকে ‘গেট স্টার্টেড’ অপশনে ক্লিক করতে হবে।
  •  এবার জিমেইল পাসওয়ার্ড দিতে হবে।
  • অ্যাকাউন্টে লগইন হওয়ার পর ফোন নম্বরের একটি টেক্সট বক্স আসবে। সেখানে মোবাইল নম্বর দিয়ে নিচে ‘টেক্সট মেসেজ’ চেকবক্স সিলেক্ট করতে হবে। এরপর নেক্সট–এ ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে ওই মোবাইল নম্বরে ছয় সংখ্যার ওটিটি নম্বর যাবে। নম্বরটি লিখে নেক্সট–এ ক্লিক করতে হবে।
  • সব ঠিকঠাক থাকলে এরপরই আসবে ‘টার্ন অন’ অপশন। এতে ক্লিক করলেই সক্রিয় হবে জিমেইলের টু স্টেপ ফেরিফিকেশন। নতুন উইন্ডোতে দেখাবে ফোনের মডেলসহ বিস্তারিত।

এভাবে জিমেইলে টু স্টেপ ভেরিফিকেশন সক্রিয় হওয়া মানেই এই অ্যাকাউন্টের সঙ্গে সংশ্লিষ্ট ইউটিউব চ্যানেলেও টু স্টেপ ভেরিফিকেশন সক্রিয় হয়ে যাওয়া।

এখন ব্যবহারকারী ছাড়া অন্য কেউ ওই জিমেইল অ্যাকাউন্টটিতে লগইন করার চেষ্টা করলে ওই ফোন নম্বরে ওটিটি নম্বর চলে যাবে। এই নম্বরটি না দিয়ে কোনোভাবেই অ্যাকাউন্টে লগইন করা যাবে না। আবার একইভাবে সেটিংয়ে গিয়ে টু স্টেপ ভেরিফিকেশন বন্ধ করে দেওয়া যায়।

সোশ্যাল মিডিয়ায় বয়ফ্রেন্ডকে আড়ালে রাখছেন তরুণীরা, এই প্রবণতার মানে কী

সবচেয়ে প্রভাবশালী ৪ মিডিয়ার লাগাম এখন ৪ শীর্ষ ধনীর হাতে

বিনোদনের জন্য নিজের ডিপফেইক ভিডিও তৈরি করে দেবে ‘সোরা’

ফেসবুকে নতুন ফিচার ‘ফ্যান চ্যালেঞ্জ’, ব্যবহারে যে লাভ

শৈশবের নিজেকে কাছে পেলে কেমন হবে অনুভূতি

বিয়ে করেছেন ‘আংকেল রজার’, কনে বাংলাদেশি বংশোদ্ভূত সাবরিনা

তরুণদের মধ্যে নিজস্ব পাঠ্যক্রমে বই পড়ার প্রবণতা বাড়ছে

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

মার্ক জাকারবার্গ বনাম মার্ক জাকারবার্গ: নাম নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে আইনি লড়াই

টিকটক মাতাচ্ছেন মার্কিন বাহিনীর তরুণী সেনারা, নিরাপত্তাঝুঁকি নিয়ে বিতর্ক