হোম > জীবনধারা > সোশ্যাল মিডিয়া

স্থগিত টুইটার অ্যাকাউন্ট ফিরে পাওয়ার সুযোগ আসছে  

প্রযুক্তি ডেস্ক

স্থগিত হওয়া টুইটার অ্যাকাউন্ট ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন ব্যবহারকারীরা। আগামী ১ ফেব্রুয়ারি থেকে স্থগিত অ্যাকাউন্ট আবার চালুর আবেদন করতে পারবেন ব্যবহারকারী। ব্যবহারকারীদের আবেদন পাওয়ার পর স্থগিত অ্যাকাউন্টের কার্যক্রম পর্যালোচনা করবে টুইটার কর্তৃপক্ষ। 

রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, যেসব অ্যাকাউন্ট টুইটারের নীতিমালা একবার বা কম ভঙ্গ করেছে সেগুলো পুনরায় চালু করা হবে। গত ২৭ অক্টোবর টুইটার অধিগ্রহণের পর নতুন নীতিমালা তৈরি করেন ইলন মাস্ক। এতে বলা হয়েছে, টুইটারের নীতিমালা গুরুতর বা একাধিকবার ভঙ্গ করলে অ্যাকাউন্ট স্থগিত করা হবে। তবে, নীতিমালা একবার ভঙ্গ করা অ্যাকাউন্টগুলোকে সতর্ক করা হবে। এ ছাড়া, নির্দিষ্ট টুইট মুছে ফেলতে নির্দেশ দেওয়া হবে। পাশাপাশি, অ্যাকাউন্টগুলোর টুইট একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কমসংখ্যক অনুসারীরা দেখতে পাবেন। 

টুইটারের তথ্যমতে, টুইটে সহিংসতা ও ক্ষতির প্ররোচনা দেওয়ার পাশাপাশি উদ্দেশ্যপ্রণোদিতভাবে অন্যদের হয়রানি বা হুমকি দেওয়া হলে সেগুলো টুইটারের নীতিমালা গুরুতরভাবে ভঙ্গ করবে। ফলে অভিযুক্ত অ্যাকাউন্ট আগের মতোই তাৎক্ষণিকভাবে স্থগিত করা হবে। তবে, আত্মপক্ষ সমর্থন করে ব্যবহারকারীরা স্থগিত অ্যাকাউন্ট ফিরে পাওয়ার আবেদন করতে পারবেন।

গত ডিসেম্বরে, সমালোচনাকারী বেশ কয়েকজন সাংবাদিকের অ্যাকাউন্ট স্থগিত করেছিলেন মাস্ক। তবে কিছুদিনের মধ্যেই অ্যাকাউন্টগুলো পুনরায় চালু করেন তিনি। 

সোশ্যাল মিডিয়ায় বয়ফ্রেন্ডকে আড়ালে রাখছেন তরুণীরা, এই প্রবণতার মানে কী

সবচেয়ে প্রভাবশালী ৪ মিডিয়ার লাগাম এখন ৪ শীর্ষ ধনীর হাতে

বিনোদনের জন্য নিজের ডিপফেইক ভিডিও তৈরি করে দেবে ‘সোরা’

ফেসবুকে নতুন ফিচার ‘ফ্যান চ্যালেঞ্জ’, ব্যবহারে যে লাভ

শৈশবের নিজেকে কাছে পেলে কেমন হবে অনুভূতি

বিয়ে করেছেন ‘আংকেল রজার’, কনে বাংলাদেশি বংশোদ্ভূত সাবরিনা

তরুণদের মধ্যে নিজস্ব পাঠ্যক্রমে বই পড়ার প্রবণতা বাড়ছে

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

মার্ক জাকারবার্গ বনাম মার্ক জাকারবার্গ: নাম নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে আইনি লড়াই

টিকটক মাতাচ্ছেন মার্কিন বাহিনীর তরুণী সেনারা, নিরাপত্তাঝুঁকি নিয়ে বিতর্ক