হোম > জীবনধারা > সোশ্যাল মিডিয়া

পাঠিয়ে দেওয়া মেসেজ এডিটের সুবিধা আসছে হোয়াটসঅ্যাপে  

প্রযুক্তি ডেস্ক

অনেক ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপেই মেসেজ পাঠিয়ে দেওয়ার পরে এডিটের সুযোগ থাকে। তবে এই সুবিধা ছিল না হোয়াটসঅ্যাপে। শোনা যাচ্ছে, প্ল্যাটফর্মে এই ফিচার যুক্ত করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকগ্যাজেটসের প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানোর পর তাতে ভুল চোখে পড়লে সেটি এডিট করার উপায় থাকে না। মেসেজটি ডিলিট করে নতুন করে আবার টাইপ করে পাঠাতে হয়। এই সমস্যারই সমাধান করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এরই মধ্যে আইফোনের বেটা সংস্করণে এই ফিচারটি এসেছে। এবার অ্যান্ড্রয়েডেও এই সুবিধা আসছে।

সব ব্যবহারকারী কবে থেকে এই ফিচার ব্যবহার করতে পারবেন, সে বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানা যায়নি। টেক্সট এডিটের জন্য ব্যবহারকারী পাবেন মোট ১৫ মিনিট। অর্থাৎ, কাউকে মেসেজ পাঠানোর ১৫ মিনিটের মধ্যে যদি কোনো ভুল ধরা পড়ে, তাহলে তা এডিট করা যাবে। মেসেজের প্রাপক শুধু জানতে পারবেন যে মেসেজটি এডিট করা হয়েছে। তবে কী এডিট করেছেন, তা জানতে পারবেন না।

সম্প্রতি অ্যাপে নতুন সুবিধা চালু করার ঘোষণা দেয় হোয়াটসঅ্যাপ। এ সুবিধা চালু হলে অপরিচিত ফোন নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল এলেও রিং বাজবে না।

সিএনবিসির প্রতিবেদন অনুযায়ী, এ সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপের সেটিংস মেন্যুতে ‘সাইলেন্ট আননোন কলারস’ নামের একটি অপশন চালু হবে। অপশনটির মাধ্যমে এ সুবিধা ব্যবহার করা যাবে। তবে ব্যবহারকারীরা চাইলে অপশনটি বন্ধও করতে রাখতে পারবেন। অপরিচিত ফোন নম্বর থেকে কল আসার তথ্য পরবর্তীতে জানতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। ফলে চাইলে যেকোনো কলদাতার সঙ্গে যোগাযোগ করতে পারবেন তাঁরা।

এর আগে, আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য বিশেষ এক আপডেট আনে মেসেজিং প্ল্যাটফর্মটি। নতুন এই আপডেটের ফলে ভিডিও কলে পাওয়া যাবে ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা। দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, বিগত বছরের শেষ দিকে নতুন এই ফিচার পরীক্ষা শুরু করে হোয়াটসঅ্যাপ। এ সুবিধার ফলে হোয়াটসঅ্যাপে ভিডিও কল চলাকালীন অন্য কোনো অ্যাপ চালু করলে ব্যবহারকারীর ভিডিও কল ‘মিনিমাইজ’ করবে হোয়াটসঅ্যাপ। ফলে, সেবায় ভিডিও কল চলাকালীন অন্যান্য কাজ করার সুযোগ পাওয়া যাবে। সব আইওএস ব্যবহারকারীর কাছে ফিচারটি এখনো পৌঁছায়নি। তবে কয়েক সপ্তাহের মধ্যে নতুন আপডেটের সঙ্গে এই ‘পিআইপি’ ফিচার পেয়ে যাবেন ব্যবহারকারীরা।

সোশ্যাল মিডিয়ায় বয়ফ্রেন্ডকে আড়ালে রাখছেন তরুণীরা, এই প্রবণতার মানে কী

সবচেয়ে প্রভাবশালী ৪ মিডিয়ার লাগাম এখন ৪ শীর্ষ ধনীর হাতে

বিনোদনের জন্য নিজের ডিপফেইক ভিডিও তৈরি করে দেবে ‘সোরা’

ফেসবুকে নতুন ফিচার ‘ফ্যান চ্যালেঞ্জ’, ব্যবহারে যে লাভ

শৈশবের নিজেকে কাছে পেলে কেমন হবে অনুভূতি

বিয়ে করেছেন ‘আংকেল রজার’, কনে বাংলাদেশি বংশোদ্ভূত সাবরিনা

তরুণদের মধ্যে নিজস্ব পাঠ্যক্রমে বই পড়ার প্রবণতা বাড়ছে

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

মার্ক জাকারবার্গ বনাম মার্ক জাকারবার্গ: নাম নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে আইনি লড়াই

টিকটক মাতাচ্ছেন মার্কিন বাহিনীর তরুণী সেনারা, নিরাপত্তাঝুঁকি নিয়ে বিতর্ক