হোম > জীবনধারা > সোশ্যাল মিডিয়া

টুইটারে গোপনীয়তা ত্রুটি, ‘সার্কেট টুইট’ দেখতে পেলেন যে কেউ  

প্রযুক্তি ডেস্ক

টুইটারে পোস্ট করা টুইট সাধারণত যে কেউ দেখতে পারেন। ফলে অনেক সময় ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা হয় না। তবে প্ল্যাটফর্মটিতে ‘টুইটার সার্কেল’ নামের আলাদা গ্রুপ তৈরি করে গোপনীয় বা গুরুত্বপূর্ণ টুইট করা যায়। টুইটটি শুধু ওই গ্রুপের সদস্যরাই দেখতে পারেন। তবে প্ল্যাটফর্মে হটাত কারিগরি ত্রুটির ফলে টুইটার সার্কেল ব্যবহারকারীদের পোস্ট করা টুইটগুলো অপরিচিত টুইটার ব্যবহারকারীরাও দেখতে পারছিলেন। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ভয়ংকর এই গোপনীয়তা ত্রুটি নিয়ে অভিযোগ জানান বেশ কয়েকজন ব্যবহারকারী। অভিযোগ পাওয়ার পর এই সমস্যা সমাধান করেছে টুইটার কর্তৃপক্ষ।

টুইটার জানিয়েছে, ‘কারিগরি ত্রুটির কারণে গত এপ্রিল মাসেও টুইটার সার্কেলে আদান-প্রদান করা টুইটগুলো অন্য ব্যবহারকারীরাও দেখতে পেরেছেন। টুইটারে থাকা এই কারিগরি ত্রুটি সমাধান করা হয়েছে। ফলে আগের মতো নিরাপদে নির্দিষ্ট ব্যক্তিদের জন্য টুইট পোস্ট করা যাবে।’

‘টুইটার সার্কেল’ সুবিধার মাধ্যমে সর্বোচ্চ ১৫০ জনকে নিয়ে আলাদা গ্রুপ তৈরি করে টুইট পোস্ট করা যায়। গ্রুপে থাকা নির্দিষ্ট ব্যবহারকারীরা ছাড়া অন্য কেউ টুইটগুলো দেখতে পারেন না। টুইটার সার্কেলে পোস্ট করা টুইটের উত্তর সাধারণ টুইটের মতো করেও পাঠানো যায়।

সোশ্যাল মিডিয়ায় বয়ফ্রেন্ডকে আড়ালে রাখছেন তরুণীরা, এই প্রবণতার মানে কী

সবচেয়ে প্রভাবশালী ৪ মিডিয়ার লাগাম এখন ৪ শীর্ষ ধনীর হাতে

বিনোদনের জন্য নিজের ডিপফেইক ভিডিও তৈরি করে দেবে ‘সোরা’

ফেসবুকে নতুন ফিচার ‘ফ্যান চ্যালেঞ্জ’, ব্যবহারে যে লাভ

শৈশবের নিজেকে কাছে পেলে কেমন হবে অনুভূতি

বিয়ে করেছেন ‘আংকেল রজার’, কনে বাংলাদেশি বংশোদ্ভূত সাবরিনা

তরুণদের মধ্যে নিজস্ব পাঠ্যক্রমে বই পড়ার প্রবণতা বাড়ছে

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

মার্ক জাকারবার্গ বনাম মার্ক জাকারবার্গ: নাম নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে আইনি লড়াই

টিকটক মাতাচ্ছেন মার্কিন বাহিনীর তরুণী সেনারা, নিরাপত্তাঝুঁকি নিয়ে বিতর্ক