হোম > জীবনধারা > সোশ্যাল মিডিয়া

অ্যান্ড্রয়েডের কারণেই হোয়াটসঅ্যাপে গোপনীয়তা ত্রুটি, স্বীকার করল গুগল 

প্রযুক্তি ডেস্ক

মেটার মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ব্যবহারকারীদের কথা আড়ি পেতে শুনছে। টুইটারে এক পোস্টে সম্প্রতি এমন দাবি করেন টুইটারের এক ইঞ্জিনিয়ার। তবে হোয়াটসঅ্যাপ দাবি করে এই ত্রুটি অ্যান্ড্রয়েডের। গুগলও স্বীকার করে নিয়েছে এই ত্রুটির কথা। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেটনাওয়ের প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপ দাবি করে, এটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সমস্যা। হোয়াটসঅ্যাপের সব মেসেজ ও কল এন্ড-টু-এন্ড এনক্রিপশন দ্বারা সুরক্ষিত। গুগলের একজন মুখপাত্র বিষয়টি স্বীকার করে বলেন, ‘অ্যান্ড্রয়েডে একটি ত্রুটি থাকার ফলেই এভাবে স্বয়ংক্রিয় ভাবেই মাইক্রোফোন চালু হয়েছিল। 

তিনি আরও বলেন, ‘তদন্তের পর বুঝতে পেরেছি একটা ত্রুটি থাকার ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের গোপনীয়তায় হস্তক্ষেপ করছিল অ্যান্ড্রয়েড। এই ত্রুটির ফলে প্রাইভেসি ইন্ডিকেটর এবং প্রাইভেসি ড্যাশবোর্ডে নোটিফিকেশনগুলো ভয়ংকর ভাবে প্রভাবিত হচ্ছিল। আমরা এই ত্রুটি সমাধানে কাজ শুরু করেছি।’

এর আগে, হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে আড়ি পাতার দাবি করা টুইটটি ব্যাপকভাবে ভাইরাল হয়। টুইটে তিনি লেখেন, ‘যখন আমি ঘুমিয়ে ছিলাম এবং ভোর ৬টায় জেগে ওঠার পর থেকে হোয়াটসঅ্যাপ ব্যাকগ্রাউন্ডে (ফোনের) মাইক্রোফোন ব্যবহার করছে। কী হচ্ছে এসব?’ পরবর্তীতে পোস্টটি রিটুইট করে মাস্ক লেখেন, হোয়াটসঅ্যাপকে বিশ্বাস করা যায় না।

সোশ্যাল মিডিয়ায় বয়ফ্রেন্ডকে আড়ালে রাখছেন তরুণীরা, এই প্রবণতার মানে কী

সবচেয়ে প্রভাবশালী ৪ মিডিয়ার লাগাম এখন ৪ শীর্ষ ধনীর হাতে

বিনোদনের জন্য নিজের ডিপফেইক ভিডিও তৈরি করে দেবে ‘সোরা’

ফেসবুকে নতুন ফিচার ‘ফ্যান চ্যালেঞ্জ’, ব্যবহারে যে লাভ

শৈশবের নিজেকে কাছে পেলে কেমন হবে অনুভূতি

বিয়ে করেছেন ‘আংকেল রজার’, কনে বাংলাদেশি বংশোদ্ভূত সাবরিনা

তরুণদের মধ্যে নিজস্ব পাঠ্যক্রমে বই পড়ার প্রবণতা বাড়ছে

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

মার্ক জাকারবার্গ বনাম মার্ক জাকারবার্গ: নাম নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে আইনি লড়াই

টিকটক মাতাচ্ছেন মার্কিন বাহিনীর তরুণী সেনারা, নিরাপত্তাঝুঁকি নিয়ে বিতর্ক