হোম > জীবনধারা > সোশ্যাল মিডিয়া

সাড়ে ৫১ কোটি সক্রিয় শ্রোতা পেয়েও লোকসানে স্পটিফাই

সুইডেনের অডিও স্ট্রিমিং জায়ান্ট স্পটিফাই গত মার্চ মাসে ৫১ কোটি ৫০ লাখ সক্রিয় শ্রোতা পেয়েছে বলে জানিয়েছে। এ সংখ্যা প্রত্যাশার চেয়ে বেশি হলেও প্রতিষ্ঠানটির পরিচালনা ব্যয় আগের চেয়ে আরও বেড়েছে। যা হতাশাজনক। 

এদিকে স্পটিফাইয়ের সাবস্ক্রাইবারের সংখ্যা বেড়ে ২১ কোটি হয়েছে। আজ মঙ্গলবার স্পটিফাই কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের তথ্য ও গবেষণা সংস্থা ফ্যাক্টসেটের হিসেব অনুযায়ী, মার্চ মাস শেষে স্পটিফাই ৫০ কোটি ১০ লাখ শ্রোতা ও ২০ কোটি ৭০ লাখ সাবস্ক্রাইবার প্রত্যাশা করেছিল। 

স্পটিফাই একটি বিবৃতিতে বলেছে, ২০১৮ সালে অ্যাপটিতে প্রবেশ পাবলিক হওয়ার পর থেকে তিন মাসে এটিই সবচেয়ে সেরা অবস্থান। এর প্রায় সমস্ত কর্মক্ষমতা সূচক প্রত্যাশা ছাড়িয়ে গেছে। একই সময় কোম্পানিটি পরিচালনা ব্যায়ে ১৫ কোটি ৬০ লাখ ইউরো লোকসানের বিষয়টিও প্রকাশ করেছে। 

কোম্পানিটির প্রধান ড্যানিয়েল ইকে যুক্তরাজ্যভিত্তিক রয়টার্সকে বলেছেন, ‘শ্রোতাদের জন্য তিন মাসের প্যাকেজে আরও আকর্ষণীয় সেবা নিয়ে আসার সুযোগ রয়েছে। ফলে এটি আমাদের ওপর তেমন প্রভাব ফেলবে না।’ 

এদিকে চলতি বছরের জানুয়ারিতে অন্যান্য টেক জায়ান্টের মতো স্পটিফাইও ৬০০ জনকে চাকরিচ্যুত করেছিল। তবে তাঁদের ক্ষতিপূরণ দিতে গিয়ে কোম্পানিটির প্রথম তিন মাসের খরচ আবার বেড়েছে। 

গ্রাহকদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্পটিফাইয়ের আয় বেড়েছে। বছরের প্রথম ৩ মাস শেষে আয় বেড়েছে ৩০০ কোটি ইউরো। তবে প্রত্যাশা ছিল ৩ দশমিক ৪ বিলিয়ন ইউরো। 

স্পটিফাই প্রতিষ্ঠার পর এই প্রথম ত্রিমাসিক আয়–ব্যয়ের হিসাব প্রকাশ করল। এর আগে প্রত্যেক বছরের শেষে লোকসানের অঙ্কটাই তুলে ধরত। যদিও শুরু থেকেই তাঁদের সাবস্ক্রাইবারদের সংখ্যা বাড়ছিল আমাজন ও অ্যাপল মিউজিকের মতো। 

২০২২ সালে কোম্পানিটি ৪৩ কোটি ইউরো লোকসানের হিসেব প্রকাশ করে। ২০২১ সালে যা ছিল ৩ কোটি ৪০ লাখ ইউরো। তবে গত কয়েক বছরে স্পটিফাই ১০০ কোটি ইউরো বিনিয়োগ করেছে।

সোশ্যাল মিডিয়ায় বয়ফ্রেন্ডকে আড়ালে রাখছেন তরুণীরা, এই প্রবণতার মানে কী

সবচেয়ে প্রভাবশালী ৪ মিডিয়ার লাগাম এখন ৪ শীর্ষ ধনীর হাতে

বিনোদনের জন্য নিজের ডিপফেইক ভিডিও তৈরি করে দেবে ‘সোরা’

ফেসবুকে নতুন ফিচার ‘ফ্যান চ্যালেঞ্জ’, ব্যবহারে যে লাভ

শৈশবের নিজেকে কাছে পেলে কেমন হবে অনুভূতি

বিয়ে করেছেন ‘আংকেল রজার’, কনে বাংলাদেশি বংশোদ্ভূত সাবরিনা

তরুণদের মধ্যে নিজস্ব পাঠ্যক্রমে বই পড়ার প্রবণতা বাড়ছে

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

মার্ক জাকারবার্গ বনাম মার্ক জাকারবার্গ: নাম নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে আইনি লড়াই

টিকটক মাতাচ্ছেন মার্কিন বাহিনীর তরুণী সেনারা, নিরাপত্তাঝুঁকি নিয়ে বিতর্ক