হোম > জীবনধারা > সোশ্যাল মিডিয়া

ইনস্টাগ্রামের কমেন্টে দেওয়া যাবে ‘জিফ’ ইমেজ

প্রযুক্তি ডেস্ক

নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর ব্যবহারকারীদের জন্য নিয়মিতই বিভিন্ন সুবিধা আনছে মেটা। এরই ধারাবাহিকতায় এবার ছবি ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের কমেন্ট সেকশনে জিফ ইমেজ দেওয়ার সুবিধা এনেছে মেটা। রিলস ও ছবি— দুটির কমেন্ট বক্সেই জিফ ইমেজ ব্যবহার করা যাবে।

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, জিফ ইমেজ ব্যবহারের সুবিধাটি কিছু ব্যবহারকারীর জন্য সীমিত আকারে চালু করেছিল মেটা। তবে এবার সব ব্যবহারকারীর জন্য সুবিধাটি এনেছে প্ল্যাটফর্মটি। এ ছাড়া, রিলস এডিটে নতুন কিছু ফিচারও আনছে ইনস্টাগ্রাম। ফিচারগুলো গত মাসে টিকটকের ভিডিও এডিটে যুক্ত হয়েছিল।

এদিকে, পোস্টের ক্ষেত্রে ‘ক্লোজ ফ্রেন্ড’ সুবিধা নিয়ে পরীক্ষামূলক কার্যক্রম চালাচ্ছে ইনস্টাগ্রাম। সুবিধাটি চালু হলে ইনস্টাগ্রামের পোস্ট সবার জন্য উন্মুক্ত না হয়ে শুধু ‘ক্লোজ ফ্রেন্ডস’ তালিকায় যুক্ত ফলোয়াররা দেখতে পারবেন।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ফোনএরিনার প্রতিবেদন অনুযায়ী, প্রযুক্তি গবেষক অ্যালেজান্দ্রো পালুজ্জি টুইটারে এক পোস্টে জানান, ব্যবহারকারীরা ইনস্টাগ্রাম ফিডে কোনো পোস্ট করার ক্ষেত্রে ‘অডিয়েন্স’ নামের একটি অপশন দেখতে পাবেন। এখানে ট্যাপ করলে ‘এভরিওয়ান’ ও ‘ক্লোজ ফ্রেন্ডস’ নামের আলাদা দুটি অপশন দেখা যাবে। ব্যবহারকারী ‘এভরিওয়ান’ নির্বাচিত করলে পোস্টটি ফলোয়ার লিস্টে থাকা সবাই দেখতে পারবেন। ‘ক্লোজ ফ্রেন্ডস’ অপশনটি নির্বাচিত করলে এই তালিকায় থাকা ফলোয়াররাই পোস্টটি দেখতে পারবেন।

সোশ্যাল মিডিয়ায় বয়ফ্রেন্ডকে আড়ালে রাখছেন তরুণীরা, এই প্রবণতার মানে কী

সবচেয়ে প্রভাবশালী ৪ মিডিয়ার লাগাম এখন ৪ শীর্ষ ধনীর হাতে

বিনোদনের জন্য নিজের ডিপফেইক ভিডিও তৈরি করে দেবে ‘সোরা’

ফেসবুকে নতুন ফিচার ‘ফ্যান চ্যালেঞ্জ’, ব্যবহারে যে লাভ

শৈশবের নিজেকে কাছে পেলে কেমন হবে অনুভূতি

বিয়ে করেছেন ‘আংকেল রজার’, কনে বাংলাদেশি বংশোদ্ভূত সাবরিনা

তরুণদের মধ্যে নিজস্ব পাঠ্যক্রমে বই পড়ার প্রবণতা বাড়ছে

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

মার্ক জাকারবার্গ বনাম মার্ক জাকারবার্গ: নাম নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে আইনি লড়াই

টিকটক মাতাচ্ছেন মার্কিন বাহিনীর তরুণী সেনারা, নিরাপত্তাঝুঁকি নিয়ে বিতর্ক