হোম > জীবনধারা > সোশ্যাল মিডিয়া

টুইটারে আবার চালু হতে পারে ‘ব্লু টিক’ সেবা

প্রযুক্তি ডেস্ক

আবার ফিরে আসতে পারে টুইটারের ‘ব্লু টিক’ সেবা—এমনটা জানিয়েছেন ইলন মাস্ক। স্থানীয় সময় শনিবার (১২ নভেম্বর) নিজের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এক টুইটে মাস্ক জানান, আগামী সপ্তাহের শেষ নাগাদ ‘ব্লু টিক’ সেবাটি ফিরে আসতে পারে।

এর আগে শুক্রবার টুইটার তাদের ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা স্থগিত করে। রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা চালু করার ফলে ভুয়া অ্যাকাউন্ট বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেয় টুইটার। শুক্রবার অনেক ব্যবহারকারী জানিয়েছিলেন, তাঁরা টুইটারে ব্লু টিক আর দেখতে পাচ্ছেন না। তবে রয়টার্সের সূত্র মোতাবেক, টুইটার তাঁদের এই সেবা স্থগিত করেছে।

আগে শুধু ভেরিফায়েড অ্যাকাউন্টই ব্লু টিক পাওয়ার যোগ্যতা রাখত। তবে নতুন সাবস্ক্রিপশন সেবার ফলে যে কেউ মাসিক ৭ ডলার ৯৯ সেন্ট খরচ করে টুইটার প্রোফাইলে পেতে পারবেন ব্লু টিক। টুইটারের আয় বাড়ানোর লক্ষ্যেই এই সাবস্ক্রিপশন সেবার সিদ্ধান্ত নেন টুইটারের নতুন মালিক ইলন মাস্ক।

ভুয়া অ্যাকাউন্ট নিয়ে বিভ্রান্তি এড়াতে টুইটার ঘোষণা দিয়েছিল ‘অফিশিয়াল’ লেবেল নিয়ে আসার। কোম্পানিটির নির্মীয়মাণ পণ্যবিষয়ক নির্বাহী এস্থার ক্রফোর্ড এক টুইট বার্তায় জানান, সরকারি সংস্থা, টুইটারের ব্যবসায়িক অংশীদার, বড় মিডিয়া আউটলেট, প্রকাশনা সংস্থাসহ বেশ কিছু বিখ্যাত ব্যক্তি টুইটারে অফিশিয়াল লেবেলটি পাবেন।

এস্থার ক্রফোর্ড আরেকটি টুইটে আরও জানান, আগে যেসব অ্যাকাউন্ট ভেরিফায়েড অর্থাৎ যেসব অ্যাকাউন্টে ব্লু ব্যাজ ছিল, তাঁদের সবাই অফিশিয়াল লেবেল পাবেন না। এ ছাড়া লেবেলটি কিনে নেওয়ার কোনো সুযোগও নেই। অফিশিয়াল লেবেলটি নির্বাচিত কিছু অ্যাকাউন্টের জন্যই প্রযোজ্য হবে।

তবে অফিশিয়াল লেবেলটি চালু করার এক দিনের মধ্যেই সেটি সরিয়ে ফেলে টুইটার কর্তৃপক্ষ। এ নিয়ে ইলন মাস্ক ও এস্থার ক্রফোর্ড দুজনই টুইট করে তাঁদের বক্তব্য জানালেও ব্যবহারকারীদের মথ্যে বিভ্রান্তি রয়ে যায়।

সোশ্যাল মিডিয়ায় বয়ফ্রেন্ডকে আড়ালে রাখছেন তরুণীরা, এই প্রবণতার মানে কী

সবচেয়ে প্রভাবশালী ৪ মিডিয়ার লাগাম এখন ৪ শীর্ষ ধনীর হাতে

বিনোদনের জন্য নিজের ডিপফেইক ভিডিও তৈরি করে দেবে ‘সোরা’

ফেসবুকে নতুন ফিচার ‘ফ্যান চ্যালেঞ্জ’, ব্যবহারে যে লাভ

শৈশবের নিজেকে কাছে পেলে কেমন হবে অনুভূতি

বিয়ে করেছেন ‘আংকেল রজার’, কনে বাংলাদেশি বংশোদ্ভূত সাবরিনা

তরুণদের মধ্যে নিজস্ব পাঠ্যক্রমে বই পড়ার প্রবণতা বাড়ছে

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

মার্ক জাকারবার্গ বনাম মার্ক জাকারবার্গ: নাম নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে আইনি লড়াই

টিকটক মাতাচ্ছেন মার্কিন বাহিনীর তরুণী সেনারা, নিরাপত্তাঝুঁকি নিয়ে বিতর্ক