হোম > জীবনধারা > সোশ্যাল মিডিয়া

অডিওবুকে অপারসম্ভাবনা, বড় বিনিয়োগ নিয়ে আসছে স্পটিফাই

প্রযুক্তি ডেস্ক

মিউজিক স্ট্রিমিং জায়ান্ট স্পটিফাই এবার অডিওবুক শিল্পে প্রবেশ করছে। গত বৃহস্পতিবার কোম্পানি অডিওবুক প্ল্যাটফর্ম ফাইন্ডঅ্যাওয়ে অধিগ্রহণের পরিকল্পনা ঘোষণা করেছে। তবে চুক্তির শর্ত এখনো প্রকাশ করা হয়নি।

এক বিবৃতিতে স্পটিফাইয়ের প্রধান গবেষণা ও উন্নয়ন কর্মকর্তা গুস্তাভ সোডারস্ট্রোম বলেছেন, ‘আমরা ফাইন্ডঅ্যাওয়ের টিম, সেরা মানের প্রযুক্তি প্ল্যাটফর্ম এবং শক্তিশালী অডিওবুক ক্যাটালগকে স্পটিফাইয়ের দক্ষতা ও অভিজ্ঞতার সঙ্গে একীভূত করতে যাচ্ছি। অডিওবুক জগতে বৈপ্লবিক পরিবর্তন আনার এই উদ্যোগে যুক্ত হয়ে আমরা উচ্ছ্বসিত, যেমনটি আমরা মিউজিক এবং পডকাস্টে বড় পরিবর্তন আনতে পেরেছিলাম।’ 

স্পটিফাইয়ের হিসাবে, অডিওবুকশিল্পে বিনিয়োগ ৩৩০ কোটি ডলার থেকে বেড়ে ২০২৭ সালের মধ্যে ১ হাজার ৫০০ কোটি ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এই বিশাল সম্ভাবনাকে আগেভাগে ধরতেই ফাইন্ডঅ্যাওয়ে অধিগ্রহণের পরিকল্পনা তারা করেছে।

তবে নতুন আঙ্গিকে এই অডিওবুক পণ্যটি কেমন হবে, সে ব্যাপারে স্পটিফাইয়ের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। স্পটিফাই শুধু বলেছে, ফরম্যাট, ডেলিভারি, ক্রিয়েটর টুলস এবং আরও অনেক কিছুতে উদ্ভাবনের পরিকল্পনা তাদের রয়েছে। এর আগে ২০২০ সালে অডিওবুকের দিকে কিছুটা ঝুঁকেছিল। উদাহরণ হিসেবে হ্যারি পটারের অডিওবুকের কথা উল্লেখ করা যেতে পারে। সেটিকে কণ্ঠ দিয়েছিলেন ডেনিয়েল র‍্যাডক্লিফ। 

ফাইন্ডঅ্যাওয়ে ব্যবহারকারীদের কাছে সরাসরি বই বিক্রি করে না। পরিবর্তে তারা বিভিন্ন কোম্পানির সঙ্গে কাজ করে, তাদের অডিওবুকের একটি বড় ক্যাটালগে অ্যাকসেস দেয়। কোম্পানিটি দাবি করে, তাদের বিশ্বের বৃহত্তম ক্যাটালগ আছে। ফাইন্ডঅ্যাওয়ের অংশীদারদের মধ্যে রয়েছে-অ্যাপল, অডিবল, স্ক্রাইবড, গুগল, রাকুটেন কোবো এবং নুকের মতো প্রতিষ্ঠান। 

স্পটিফাই বলছে, নিয়ন্ত্রকদের অনুমোদন পেলে বছরের শেষ নাগাদ অধিগ্রহণ চূড়ান্ত হবে। 

সোশ্যাল মিডিয়ায় বয়ফ্রেন্ডকে আড়ালে রাখছেন তরুণীরা, এই প্রবণতার মানে কী

সবচেয়ে প্রভাবশালী ৪ মিডিয়ার লাগাম এখন ৪ শীর্ষ ধনীর হাতে

বিনোদনের জন্য নিজের ডিপফেইক ভিডিও তৈরি করে দেবে ‘সোরা’

ফেসবুকে নতুন ফিচার ‘ফ্যান চ্যালেঞ্জ’, ব্যবহারে যে লাভ

শৈশবের নিজেকে কাছে পেলে কেমন হবে অনুভূতি

বিয়ে করেছেন ‘আংকেল রজার’, কনে বাংলাদেশি বংশোদ্ভূত সাবরিনা

তরুণদের মধ্যে নিজস্ব পাঠ্যক্রমে বই পড়ার প্রবণতা বাড়ছে

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

মার্ক জাকারবার্গ বনাম মার্ক জাকারবার্গ: নাম নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে আইনি লড়াই

টিকটক মাতাচ্ছেন মার্কিন বাহিনীর তরুণী সেনারা, নিরাপত্তাঝুঁকি নিয়ে বিতর্ক