হোম > জীবনধারা > সোশ্যাল মিডিয়া

ইনস্টাগ্রামকে ৪০৫ মিলিয়ন ইউরো জরিমানা

শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামকে ৪০৫ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে। বিবিসির প্রতিবেদনে জানা যায়, এই জরিমানা করেছে আয়ারল্যান্ডের তথ্য নিয়ন্ত্রক সংস্থা। অপ্রাপ্তবয়স্কদের অ্যাকাউন্টে দেওয়া ফোন নম্বর এবং ই-মেইল ঠিকানা সবার জন্য উন্মুক্ত হয়ে যাওয়ায় এই জরিমানা করা হয়েছে।

সংস্থার তথ্য সুরক্ষা কমিশনার বলেন, ‘আমরা গত শুক্রবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছি। ইনস্টাগ্রামকে ৪০৫ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে।’

তবে ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা বলছে, কেউ কেউ তাদের অ্যাকাউন্টে আপগ্রেড করেছে। তারা বুঝতে পারেনি এর কারণে বেশ কিছু তথ্য পাবলিক হয়েছে। মেটা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করেছে।

মেটার এক কর্মকর্তা বিবিসিকে বলেন, ‘যে অভিযোগে জরিমানা করা হয়েছে, তা অনেক পুরোনো। গত এক বছরে আমরা বেশ কিছু বিষয় আপডেট করেছি। আমরা অপ্রাপ্তবয়স্কদের নিরাপদ রাখতে এবং তথ্য গোপন রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’

১৮ বছরের কম বয়সী কেউ যখন ইনস্টাগ্রামে যোগদান করে, তখন তাদের অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে ব্যক্তিগত হয়ে যায়। তারা কী পোস্ট করে তা কেবল নিজেরা জানে এবং প্রাপ্তবয়স্করা তাদের অনুসরণ না করলে মেসেজও দিতে পারে না। 

সোশ্যাল মিডিয়ায় বয়ফ্রেন্ডকে আড়ালে রাখছেন তরুণীরা, এই প্রবণতার মানে কী

সবচেয়ে প্রভাবশালী ৪ মিডিয়ার লাগাম এখন ৪ শীর্ষ ধনীর হাতে

বিনোদনের জন্য নিজের ডিপফেইক ভিডিও তৈরি করে দেবে ‘সোরা’

ফেসবুকে নতুন ফিচার ‘ফ্যান চ্যালেঞ্জ’, ব্যবহারে যে লাভ

শৈশবের নিজেকে কাছে পেলে কেমন হবে অনুভূতি

বিয়ে করেছেন ‘আংকেল রজার’, কনে বাংলাদেশি বংশোদ্ভূত সাবরিনা

তরুণদের মধ্যে নিজস্ব পাঠ্যক্রমে বই পড়ার প্রবণতা বাড়ছে

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

মার্ক জাকারবার্গ বনাম মার্ক জাকারবার্গ: নাম নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে আইনি লড়াই

টিকটক মাতাচ্ছেন মার্কিন বাহিনীর তরুণী সেনারা, নিরাপত্তাঝুঁকি নিয়ে বিতর্ক