হোম > জীবনধারা > সোশ্যাল মিডিয়া

মেটা, আমাজন ও অ্যাকসেঞ্চার মার্চেই ছাঁটাই করেছে ৩৮ হাজার কর্মী 

প্রযুক্তি ডেস্ক

শুধু মার্চ মাসেই ৩৮ হাজার কর্মী ছাঁটাই করেছে টেক জায়ান্ট মেটা, আমাজন ও অ্যাকসেঞ্চার। বেশির ভাগ ক্ষেত্রেই কর্মীরা জানিয়েছেন, তাঁদের আগে থেকে কিছুই জানানো হয়নি। এমনকি ছুটিতে থাকাকালীন বা মাতৃত্বকালীন ছুটিতে থাকার সময়েও অনেকেই চাকরি হারিয়েছেন। তবে ওই অনুমোদন প্রাপ্ত ছুটির সময়ের জন্য টাকা পাচ্ছেন না কর্মীরা। চলতি বছরে আরও কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা রয়েছে।

এমএসএনের প্রতিবেদন অনুযায়ী, গত বছরের শেষভাগ থেকে কর্মী ছাঁটাইয়ের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে। এবার ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে আরেক প্রযুক্তি প্রতিষ্ঠান। অ্যাকসেঞ্চার জানিয়েছে, মোট ১৯ হাজার কর্মীকে ছাঁটাই করছে তারা। মূলত খরচ কমাতেই এই ছাঁটাই করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে আমাজনে চাকরি হারিয়েছেন প্রায় ৯০০০ কর্মী। গত মাসে শোনা গিয়েছিল, কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি কর্মীদের বেতনও কমাবে আমাজন। কমানো হবে নতুন নিয়োগও। এর আগে, ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় মেটা।

সম্প্রতি কর্মী ছাঁটাই করেছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’। সাম্প্রতিক সময়ে কর্মী ছাঁটাইয়ে মনোযোগী হচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এরই ধারাবাহিকতায় ছাঁটাইয়ের পথে হাঁটল ট্রাম্পের এই প্ল্যাটফর্মও।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, ট্রুথ সোশ্যালের মূল প্রতিষ্ঠান ‘ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ’ ৬ জন কর্মী ছাঁটাই করেছে। এর মধ্যে প্রতিষ্ঠানটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা উইলিয়াম ‘বিজে’ লসনও রয়েছেন। ডিজিটাল ইন্টেলিজেন্স ফার্ম সিমিলারওয়েবের তথ্য অনুযায়ী, ২০২২ সালের আগস্টে ট্রুথ সোশ্যালের মাসিক ওয়েব ও ডেস্কটপ ভিজিটর ছিল ১ কোটি ১৫ লাখ। তবে গত ফেব্রুয়ারির তথ্য অনুযায়ী এই সংখ্যা নেমে আসে মাত্র ৫৭ লাখে।

সোশ্যাল মিডিয়ায় বয়ফ্রেন্ডকে আড়ালে রাখছেন তরুণীরা, এই প্রবণতার মানে কী

সবচেয়ে প্রভাবশালী ৪ মিডিয়ার লাগাম এখন ৪ শীর্ষ ধনীর হাতে

বিনোদনের জন্য নিজের ডিপফেইক ভিডিও তৈরি করে দেবে ‘সোরা’

ফেসবুকে নতুন ফিচার ‘ফ্যান চ্যালেঞ্জ’, ব্যবহারে যে লাভ

শৈশবের নিজেকে কাছে পেলে কেমন হবে অনুভূতি

বিয়ে করেছেন ‘আংকেল রজার’, কনে বাংলাদেশি বংশোদ্ভূত সাবরিনা

তরুণদের মধ্যে নিজস্ব পাঠ্যক্রমে বই পড়ার প্রবণতা বাড়ছে

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

মার্ক জাকারবার্গ বনাম মার্ক জাকারবার্গ: নাম নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে আইনি লড়াই

টিকটক মাতাচ্ছেন মার্কিন বাহিনীর তরুণী সেনারা, নিরাপত্তাঝুঁকি নিয়ে বিতর্ক