হোম > জীবনধারা > সোশ্যাল মিডিয়া

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার সম্পর্কে যা জানাল মেটা

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন ফিচারের ঘোষণা দিয়েছে এর মূল প্রতিষ্ঠান মেটা। নতুন ফিচারের অংশ হিসেবে নোটিফিকেশন ছাড়াই ‘গ্রুপ চ্যাট’ থেকে বেরিয়ে যেতে পারবেন ব্যবহারকারী। এ ছাড়া ‘একবার দেখার’ মেসেজের স্ক্রিনশট নেওয়ার সুযোগ ব্লক করে দিতে পারবেন ব্যবহারকারী। অনলাইনে থাকা ব্যবহারকারীদের কে কে দেখতে পাবেন তা নির্ধারণ করে দেওয়ার সুযোগ থাকবে এই ফিচারে।

মেটার প্রধান মার্ক জাকারবার্গের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। চলতি মাস থেকেই নতুন এসব ফিচার চালু হতে পারে। আর এটি প্রথম চালু হবে যুক্তরাজ্যের বাজারে।

মার্ক জাকারবার্গ দাবি করেছেন, হোয়াটসঅ্যাপের ম্যাসেজিং সেবাকে ‘সামনাসামনি আলাপের মতোই নিরাপদ ও গোপন রাখতে’ সহযোগিতা করবে নতুন ফিচারগুলো।

বর্তমানে গ্রুপ মেসেজ থেকে কেউ বের হয়ে গেলে বা কাউকে বের করে দেওয়া হলে গ্রুপের অন্য সদস্যদের সবাইকে নোটিফিকেশন পাঠিয়ে জানান দেয় হোয়াটসঅ্যাপ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গ্রুপ মেসেজ থেকে বের হয়ে যাওয়ার সময় ব্যবহারকারীরা অনেক সময় বিড়ম্বনার মুখে পড়েন, সেই পরিস্থিতি অনেকটাই এড়ানো যাবে নতুন ফিচারের সুবাদে। নতুন ফিচারগুলো চালু হলে গ্রুপ চ্যাট থেকে বের হওয়ার সময় অ্যাডমিন ছাড়া আর কেউই বিষয়টি জানতে পারবেন না।

এ বিষয়ে হোয়াটসঅ্যাপের পণ্যপ্রধান অ্যামি ভোরা বলেন, প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিজস্ব মেসেজ ও নিরাপত্তার ওপর আরও বেশি নিয়ন্ত্রণ দিতে সক্ষম নতুন ফিচার নির্মাণের অংশ সাম্প্রতিক ফিচারগুলো।

তিনি বলেন, ‘আমরা মনে করি, ব্যক্তিগত আলাপের জন্য সবচেয়ে নিরাপদ প্ল্যাটফর্ম হচ্ছে হোয়াটসঅ্যাপ। বিশ্বের আর কোনো ম্যাসেজিং সেবা এত বড় পরিসরে এই পর্যায়ের নিরাপত্তা দেয় না ব্যবহারকারীদের।’

এ ছাড়া ব্যবহারকারী নিজের অনলাইন উপস্থিতি গোপন রাখার সুযোগ পাবেন নতুন ফিচারে। তবে এই ফিচারগুলো কাজ করার জন্য ডিভাইসে হোয়াটসঅ্যাপের সবশেষ সংস্করণটি ইনস্টলড থাকার বাধ্যবাধকতা রয়েছে বলে জানা গেছে।

সোশ্যাল মিডিয়ায় বয়ফ্রেন্ডকে আড়ালে রাখছেন তরুণীরা, এই প্রবণতার মানে কী

সবচেয়ে প্রভাবশালী ৪ মিডিয়ার লাগাম এখন ৪ শীর্ষ ধনীর হাতে

বিনোদনের জন্য নিজের ডিপফেইক ভিডিও তৈরি করে দেবে ‘সোরা’

ফেসবুকে নতুন ফিচার ‘ফ্যান চ্যালেঞ্জ’, ব্যবহারে যে লাভ

শৈশবের নিজেকে কাছে পেলে কেমন হবে অনুভূতি

বিয়ে করেছেন ‘আংকেল রজার’, কনে বাংলাদেশি বংশোদ্ভূত সাবরিনা

তরুণদের মধ্যে নিজস্ব পাঠ্যক্রমে বই পড়ার প্রবণতা বাড়ছে

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

মার্ক জাকারবার্গ বনাম মার্ক জাকারবার্গ: নাম নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে আইনি লড়াই

টিকটক মাতাচ্ছেন মার্কিন বাহিনীর তরুণী সেনারা, নিরাপত্তাঝুঁকি নিয়ে বিতর্ক