হোম > জীবনধারা > গ্যাজেট

দুর্দান্ত ক্যামেরা ও ফাস্ট চার্জিং সুবিধাসহ বাজারে আসছে পোকো এম৬–৪জি 

বিশ্ববাজারে শিগগিরই ছাড়া হবে পোকোর নতুন স্মার্টফোন এম ৬ (৪ জি)। কোম্পানিটি ইতিমধ্যে ফোনটির নকশা, রং ও ফিচার সম্পর্কিত বেশ কিছু তথ্য জানিয়ে দিয়েছে। বাজেট ফোন হলেও এতে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ফার্স্ট চার্জিংয়ের সুবিধা দেওয়া হয়েছে। 
 
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের এক পোস্টে কোম্পানিটি বলছে, আগামী ১১ জুন ফোনটি বাজারে ছাড়া হবে। ফোনটির র‍্যাম ও স্টোরেজ অপশনগুলো সম্পর্কেও জানানো হয়েছে। 

ফোনটির সামনের ক্যামেরাটি ডিসপ্লেতে হোল পাঞ্চ আকারে বসানো হয়েছে। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডানপাশে ভলিউম বাটনের নিচে রয়েছে। 

পোকো এম ৬ (৪ জি) এর দাম ও রং
পোকো এম ৬ (৪ জি) ফোনটি কালো, ধূসর ও বেগুনি রঙে পাওয়া যাবে। 

কোম্পানি থেকে ফোনটির একটি ছবি পোস্ট করা হয়েছে। এই ছবি থেকেই ফোনটির দাম সম্পর্কে ধারণা করা হয়েছে। তবে বাংলাদেশের বাজার কতদামে ছাড়া হবে তা পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। তবে এই ছবি থেকে ফোনের দাম সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। 

পোকো এম ৬ এর ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি সংস্করণের দাম হবে ১২৯ ডলার বা প্রায় ১৫ হাজার ২৫১ টাকা। 
পোকো এম ৬ এর ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি সংস্করণের দাম হবে ১৪৯ ডলার বা প্রায় ১৭ হাজার ৬১৫ টাকা। 

পোকো এম ৬ (৪ জি) এর সম্ভাব্য স্পেসিফিকেশন 
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা–১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। 
সেলফি ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল 
নেটওয়ার্ক: ৪জি 
আয়তন: ১৬৮.৬ x ৭৬.২৮ x ৮.৩ এমএম 
সিম: ডুয়েল সিম 
ডিসপ্লে: ৬ দশমিক ৭৯ ইঞ্চি এলসিডি প্যানেল ‍+এফএইচডি (২,৪৬০ x ১০৮০ পিক্সেলস) 
ব্রাইটনেস: ৫৫০ নিটস 
রিফ্রেশ রেট: ৯০ হার্টজ 
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক শাওমি হাইপারওএস 
চিপসেট: মিডিয়াটেক হেলিও জি৯১ আলট্রা 
মেমোরি: ৬ জিবি ও ৮ জিবি 
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি 
আইপি রেটিং: আইপি ৫৩ ‍
ব্লুটুথ: ৫ দশমিক ৪ 
এনএফসি: আছে 
জিপিএস: আছে 
ইনফারেড পোর্ট: আছে 
ইউএসবি: সি 
ব্যাটারি: ৫,০৩০ এমএএইচ
চার্জিং: ৩৩ ওয়াট 
রং: কালো, ধূসর ও বেগুনি

রিয়েলমিতে আসছে বিখ্যাত রিকো ইমেজিংয়ের ক্যামেরা

মেটা কানেক্ট সম্মেলনে তিন স্মার্ট চশমাসহ যেসব ঘোষণা দিলেন জাকারবার্গ

অ্যাপলের নতুন চমক আইফোন এয়ার: ডিজাইনার বাংলাদেশি বংশোদ্ভূত আবিদুর

কেমন হলো বহুল আলোচিত আইফোন ১৭ এয়ার, দাম ও স্পেসিফিকেশন

আইফোন ১৭ এয়ারসহ যেসব পণ্য আনল অ্যাপল, ফিচার ও দাম জানুন

আইফোন ১৭ সিরিজের মডেলগুলোর দাম কেমন হবে

স্যামসাংয়ের ওয়ান ইউআই ৮ বেটা উন্মুক্ত, আপডেট পাবে যেসব ডিভাইস

ঘণ্টায় ৪৭২.৪১ কিলোমিটার গতির রেকর্ড গড়ল বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ি

আলোচনায় আইফোন ১৭ প্রোর রিভার্স ওয়্যারলেস চার্জিং ফিচার

পিক্সেল ১০ সিরিজসহ গুগলের নতুন পণ্যের ঘোষণা, দাম ও ফিচার