হোম > জীবনধারা > গ্যাজেট

প্রথম প্রান্তিকে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে আইফোন ১৬

আজকের পত্রিকা ডেস্ক­

দুই বছর পর আবারও প্রথম প্রান্তিকে বিক্রিতে শীর্ষে উঠে এসেছে আইফোন ১৬। ছবি: অ্যাপল

বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রির তালিকায় চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ, ২০২৫) শীর্ষস্থান দখল করেছে অ্যাপলের আইফোন ১৬। কাউন্টার পয়েন্ট রিসার্চের সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, চলতি বছরের প্রথম তিন মাসে সর্বাধিক বিক্রীত ১০টি স্মার্টফোনের তালিকায় অ্যাপলের পাঁচটি মডেল স্থান করে নিয়েছে। শীর্ষে আছে আইফোন ১৬, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে আইফোন ১৬ প্রো ম্যাক্স ও আইফোন ১৬ প্রো।

দুই বছর পর আবারও অ্যাপলের স্ট্যান্ডার্ড বা ‘ভ্যানিলা’ সংস্করণটি প্রথম প্রান্তিকে বিক্রিতে শীর্ষে উঠে এসেছে। জাপান, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলে এটির ব্যাপক চাহিদা লক্ষ্য করা গেছে।

অ্যাপলের প্রিমিয়াম মডেলগুলোর মধ্যে আইফোন ১৬ প্রো ও ১৬ প্রো ম্যাক্স একত্রে কোম্পানির মোট বিক্রির প্রায় ৫০ শতাংশই ধরে রেখেছে টানা তিনটি প্রান্তিকে। তবে, চীনে সরকার নির্ধারিত ৬০০০ ইউয়ানের (প্রায় ৭১ হাজার টাকা) নিচে দামের ডিভাইসের জন্য ভর্তুকি এবং হুয়াওয়ের মতো প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডের কারণে ওই বাজারে আইফোন ১৬ প্রো সিরিজের বিক্রি কিছুটা চাপের মুখে পড়ে।

এ ছাড়া, মার্চে উন্মোচিত আইফোন ১৬ই তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে। আর আইফোন ১৬ প্লাস দশম স্থান দখল করেছে।

অ্যাপলের পর তালিকায় সবচেয়ে বেশি মডেল স্থান পেয়েছে স্যামসাংয়ের। তবে গত বছরের তুলনায় স্যামসাংয়ের কমসংখ্যক মডেল এই তালিকায় রয়েছে। স্যামসাংয়ের গ্যালাক্সি এস ২৫ আলট্রা তালিকার সপ্তম স্থানে রয়েছে। গত বছর একই সময়ে এস ২৪ আলট্রা ছিল পঞ্চম স্থানে। নতুন মডেলটির জন্য বাজারে বিক্রির সময়কাল কম থাকায় বিক্রিতে সামান্য পতন ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তালিকার পঞ্চম স্থানে আছে বাজেট বিভাগের জনপ্রিয় মডেল গ্যালাক্সি এ১৬ ফাইভজি, যা গত বছর এ১৫ ফাইভজির অবস্থান থেকে এক ধাপ ওপরে এসেছে। ষষ্ঠ স্থানে আছে গ্যালাক্সি এ০৬, যা গত বছরের তুলনায় চার ধাপ উন্নতি করেছে। এই উন্নতির পেছনে নিম্ন বাজেটের ফোনের প্রতি বৈশ্বিক চাহিদা বৃদ্ধিকে বড় কারণ হিসেবে দেখছে কাউন্টার পয়েন্ট। এ ছাড়া, গ্যালাক্সি এ৫৫ ফাইভজি নবম স্থানে রয়েছে।

তালিকার ৮ নম্বরে রয়েছে চীনা প্রতিষ্ঠান শাওমির বাজেট ফোন রেডমি ১৪ সি, যা অ্যাপল ও স্যামসাং ব্যতীত একমাত্র ব্র্যান্ড হিসেবে সেরা দশে স্থান করে নিয়েছে। মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও লাতিন আমেরিকার মতো উদীয়মান বাজারে ডিভাইসটির বিক্রি উল্লেখযোগ্য হারে হয়েছে।

কাউন্টার পয়েন্টের বিশ্লেষণ অনুযায়ী, চলতি বছরে শীর্ষ ১০ স্মার্টফোন মডেলের সামগ্রিক বাজার অংশীদারত্ব স্থিতিশীল থাকবে। যদিও বৈশ্বিক মন্দা, শুল্ক নিয়ে উত্তেজনা ও বাজারে অনিশ্চয়তা রয়েছে, তবে শীর্ষ নির্মাতারা উচ্চমানের ফিচারযুক্ত ফোনে আরও মনোযোগ দেওয়ায় বাজার ধরে রাখার প্রবণতা অব্যাহত থাকবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

রিয়েলমিতে আসছে বিখ্যাত রিকো ইমেজিংয়ের ক্যামেরা

মেটা কানেক্ট সম্মেলনে তিন স্মার্ট চশমাসহ যেসব ঘোষণা দিলেন জাকারবার্গ

অ্যাপলের নতুন চমক আইফোন এয়ার: ডিজাইনার বাংলাদেশি বংশোদ্ভূত আবিদুর

কেমন হলো বহুল আলোচিত আইফোন ১৭ এয়ার, দাম ও স্পেসিফিকেশন

আইফোন ১৭ এয়ারসহ যেসব পণ্য আনল অ্যাপল, ফিচার ও দাম জানুন

আইফোন ১৭ সিরিজের মডেলগুলোর দাম কেমন হবে

স্যামসাংয়ের ওয়ান ইউআই ৮ বেটা উন্মুক্ত, আপডেট পাবে যেসব ডিভাইস

ঘণ্টায় ৪৭২.৪১ কিলোমিটার গতির রেকর্ড গড়ল বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ি

আলোচনায় আইফোন ১৭ প্রোর রিভার্স ওয়্যারলেস চার্জিং ফিচার

পিক্সেল ১০ সিরিজসহ গুগলের নতুন পণ্যের ঘোষণা, দাম ও ফিচার