নিজেদের স্মার্ট চশমা বাজারে আনার ঘোষণা দিয়েছে শাওমি। চশমাটির নাম দেওয়া হয়েছে ‘মিজিয়া স্মার্ট অডিও গ্লাস’। এই স্মার্ট চশমায় গান শোনার পাশাপাশি কথাও বলা যাবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেক টেনডেন্সির প্রতিবেদন অনুযায়ী, কথা বলার সুবিধা দিতে চশমাটির ফ্রেমের দুই পাশে রয়েছে স্পিকার ও মাইক্রোফোন। চশমাটির ওজন মাত্র ৩৮ দশমিক ১ গ্রাম। স্মার্ট চশমাটিতে আছে এআই প্রযুক্তির নয়েজ ক্যান্সেলিং সুবিধা। এ ছাড়া, এতে আছে কথা বলার জন্য দুটি মাইক্রোফোন।
স্মার্ট চশমাটি একবার চার্জ করলে টানা ২২ ঘণ্টা ব্যবহার করা যাবে। এতে ফুল চার্জে টানা ৭ ঘণ্টা ফোনে কথা বলা যাবে অথবা টানা ১০ ঘণ্টা গান শোনা যাবে। চশমার দুই পাশে আছে ৩০ মিলিমিটারের টাচ এরিয়া। স্মার্ট চশমাটি একই সময়ে দুটি ফোনের সঙ্গে সংযুক্ত করা যাবে।
আগামী ২৬ এপ্রিলের মধ্যে বাজারে আসবে এই স্মার্ট চশমা। দাম ১১৫ ডলার।