হোম > জীবনধারা > গ্যাজেট

ইয়ারফোন ব্যবহারে ভুল নয়

বর্তমান সময়ে বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষের কল্যাণে মানুষের ডিজিটাল জীবনযাপনের অংশ হিসেবে হেডফোন, ইয়ারবাড বা ইয়ারফোন প্রায় সবারই কাজ বা বিনোদনের সঙ্গী। তবে সঙ্গী হলেও এর যথেচ্ছ ব্যবহারে হতে পারে নানাবিধ ক্ষতি। এই ক্ষতি এড়াতে কিছু কিছু বিষয়ে মেনে চলতে হবে সতর্কতা। যেমন:

  • ইয়ারফোনে গান শোনার সময় ভলিউম বেশি ব্যবহার করা যাবে না। এতে শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে থাকেন ভলিউম স্তর সর্বোচ্চ ৬০ শতাংশের বেশি সেট না করতে।
  • হেডফোনের অতিরিক্ত ব্যবহারের ফলে মানুষের কানের সমস্যা দেখা দিচ্ছে। পাশাপাশি দেখা দিচ্ছে কানে ব্যথা, মাথা ধরার মতো উপসর্গও। তাই যতটা সম্ভব ইয়ারফোন কম ব্যবহার করার চেষ্টা করতে হবে।
  • কোন কানে কোন অংশ গুঁজে গান শুনবেন নির্দিষ্ট করা থাকে, সেটা মেনে চলতে হবে।
  • প্রতিটি ফোনেই হেডফোনের ভলিউমের শ্রবণযোগ্য মাত্রা নির্দেশ করা থাকে। এই নির্দেশনা এড়িয়ে গেলে কান ক্ষতিগ্রস্ত হতে পারে।
  • বাইরে বেরিয়ে গান শুনতে হলে, তা এক জায়গায় বসে শুনুন। রাস্তায় হাঁটার সময়, রাস্তা বা রেললাইন পার হওয়ার সময় কখনো হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করবেন না। গাড়ি বা বাইক চালানোর সময় কানে ইয়ারফোন লাগাবেন না। কারণ, এর ফলে আশপাশের গাড়ির হর্ন আপনি শুনতে পাবেন না। এতে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই বেড়ে যেতে পারে।
  • মোবাইল ফোনে কোনো সিনেমা দেখতে হলে ৩০ থেকে ৪০ মিনিট পরপর মিনিট পাঁচেকের বিরতি নিতে হবে।

রিয়েলমিতে আসছে বিখ্যাত রিকো ইমেজিংয়ের ক্যামেরা

মেটা কানেক্ট সম্মেলনে তিন স্মার্ট চশমাসহ যেসব ঘোষণা দিলেন জাকারবার্গ

অ্যাপলের নতুন চমক আইফোন এয়ার: ডিজাইনার বাংলাদেশি বংশোদ্ভূত আবিদুর

কেমন হলো বহুল আলোচিত আইফোন ১৭ এয়ার, দাম ও স্পেসিফিকেশন

আইফোন ১৭ এয়ারসহ যেসব পণ্য আনল অ্যাপল, ফিচার ও দাম জানুন

আইফোন ১৭ সিরিজের মডেলগুলোর দাম কেমন হবে

স্যামসাংয়ের ওয়ান ইউআই ৮ বেটা উন্মুক্ত, আপডেট পাবে যেসব ডিভাইস

ঘণ্টায় ৪৭২.৪১ কিলোমিটার গতির রেকর্ড গড়ল বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ি

আলোচনায় আইফোন ১৭ প্রোর রিভার্স ওয়্যারলেস চার্জিং ফিচার

পিক্সেল ১০ সিরিজসহ গুগলের নতুন পণ্যের ঘোষণা, দাম ও ফিচার