হোম > জীবনধারা > গ্যাজেট

পুরোনো আইফোনে থাকছে না অ্যাপ স্টোর, সিরি, ম্যাপ

প্রযুক্তি ডেস্ক

পুরোনো সংস্করণের আইওএসসহ অ্যাপলের অন্যান্য অপারেটিং সিস্টেম থেকে বিভিন্ন সুবিধা প্রত্যাহারের পরিকল্পনা করছে অ্যাপল। এই সিদ্ধান্তের ফলে পুরোনো আইফোনে অ্যাপ স্টোর, সিরি, ম্যাপসসহ অ্যাপলের বিভিন্ন সুবিধা ব্যবহার করতে পারবেন না ব্যবহারকারীরা।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করলে আইওএস ১১ থেকে আইওএস ১১.২.৬ পর্যন্ত অপারেটিং সিস্টেমে চলা আইফোন ও আইপ্যাডে অ্যাপ স্টোর, সিরি, ম্যাপসসহ বিভিন্ন প্রযুক্তি আর ব্যবহারের সুযোগ থাকবে না। তবে আইক্লাউড ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। 

ম্যাকওএস ১০.৩ থেকে ম্যাকওএস ১০.১৩, ওয়াচওএস ৪ থেকে ওয়াচওএস ৪.২. ৩ এবং টিভিওএস ১১ থেকে টিভিওএস ১১.২. ৬ সংস্করণে চলা ডিভাইস গুলোতেও অ্যাপ স্টোর, সিরি, ম্যাপসসহ বিভিন্ন সুবিধা আর পাওয়া যাবে না।

পুরোনো সংস্করণের অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসগুলো থেকে নিজেদের সুবিধা আর না রাখার বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি অ্যাপল। তবে সম্প্রতি কর্মীদের প্রতিষ্ঠানটি জানিয়েছে, কিছু অপারেটিং সিস্টেমের পুরোনো সংস্করণে ভবিষ্যতে অ্যাপ স্টোর, সিরি ও ম্যাপস প্রযুক্তি সমর্থন করবে না।

ধারণা করা হচ্ছে, আগামী ১ মে থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর করা হতে পারে। পুরোনো অপারেটিং সিস্টেম আপডেট করে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। তবে সাধারণত বেশি পুরোনো অ্যাপল ডিভাইসগুলোতে অপারেটিং সিস্টেম আপডেট করা যায় না।

রিয়েলমিতে আসছে বিখ্যাত রিকো ইমেজিংয়ের ক্যামেরা

মেটা কানেক্ট সম্মেলনে তিন স্মার্ট চশমাসহ যেসব ঘোষণা দিলেন জাকারবার্গ

অ্যাপলের নতুন চমক আইফোন এয়ার: ডিজাইনার বাংলাদেশি বংশোদ্ভূত আবিদুর

কেমন হলো বহুল আলোচিত আইফোন ১৭ এয়ার, দাম ও স্পেসিফিকেশন

আইফোন ১৭ এয়ারসহ যেসব পণ্য আনল অ্যাপল, ফিচার ও দাম জানুন

আইফোন ১৭ সিরিজের মডেলগুলোর দাম কেমন হবে

স্যামসাংয়ের ওয়ান ইউআই ৮ বেটা উন্মুক্ত, আপডেট পাবে যেসব ডিভাইস

ঘণ্টায় ৪৭২.৪১ কিলোমিটার গতির রেকর্ড গড়ল বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ি

আলোচনায় আইফোন ১৭ প্রোর রিভার্স ওয়্যারলেস চার্জিং ফিচার

পিক্সেল ১০ সিরিজসহ গুগলের নতুন পণ্যের ঘোষণা, দাম ও ফিচার