হোম > জীবনধারা > গ্যাজেট

রেডমি ১২ ৫জি ও ১২ ৪জি একসঙ্গে আসছে বাজারে, দাম কত

শাওমির নতুন ফোন রেডমি ১২ ৫জি ভারতের বাজারে আসছে আগামীকাল। ঘটনাচক্রে একই দিন রেডমি ১২ ৪জি ফোনও ভারতে পাওয়া যাবে। রেডমির আগের মডেলটি গত বছরেই ভারত ছাড়া কিছু বাজারে এসেছে। ভারতীয় গণমাধ্যম টাইমস নাউ এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। 

আগের সিরিজের ফোনগুলোর চেয়ে ১২ ৫জির ডিসপ্লে বড় ও পেছনের প্রধান ক্যামেরায় আছে ৫০ মেগাপিক্সেল সেন্সর। অপারেটিং সিস্টেম এনড্রয়েড ১৩। ফোনটিতে ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ (মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে হবে) থাকবে বলে শাওমি নিশ্চিত করেছে। ভার্চুয়াল র‍্যাম ব্যবহার মেমোরি ১৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটিতে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। এদিকে রেডমি ১২ ৪জি ফোনে মিডিয়াটেক জি৮৮ চিপসেট ব্যবহার করা হয়েছে। 

ভারতের রেডমির অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে রেডমি ১২ (৫ জি) বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। রেডমির ওয়েবসাইটে ফোনটির ফিচার তুলে ধরা হয়েছে। ছবিতে দেখা যায়, ফোনটির কার্ভ ডিসপ্লেতে ক্যামেরার জন্য হোল পাঞ্চ করা রয়েছে এবং পেছনের ডিজাইনে রয়েছে ক্রিস্টাল গ্লাসের উপর দুটি ক্যমেরা। রেডমির আগের ফোনগুলোর চেয়ে ফোনটির ডিসপ্লে সবচাইতে বড় বলে কোম্পানি দাবি করছে।

রেডমি ১২ ৫জি ও ৪জি- দুটি ভার্সনের ভারতের বাজারে কি দামে বিক্রি হবে তা প্রতিবেদনে বলা হয়নি। তবে এ বিষয়ে প্রতিবেদন থেকে অস্পষ্ট ধারণা পাওয়া গেছে। 

গত মাসে চীনের বাজারে আসা রেডমি নোট ১২ আর কে রিব্র্যান্ডিং করে রেডমি ১২ ৫জি তৈরি করা হয়ে থাকতে পারে সংশ্লিষ্টরা বলছেন। চীনে রেডমি নোট ১২ আর এর দাম ছিল প্রায় ১১ হাজার ৩০০ রুপি। এই ফোনে ৬ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ আছে। চিপসেট হিসেবে দেওয়া আছে স্ন্যাপড্রাগন ৪ জেন। এতে ৬.৭৯ ইঞ্চি ফুল এইচডি ও আইপিএস এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফোনটিতে ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ১৮ ওয়াটের চার্জিং সাপোর্ট আছে। 

রেডমি ১২ ৪জি ফোনটি জেড ব্ল্যাক, মুনস্টোন ও পেস্টেল ব্লু- এই তিন রঙে পাওয়া যাবে। ফোনটিতে ৬ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ থাকবে। ফোনটিতে ৫০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। 

৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ নিয়ে ইউরোপের বাজারে ছাড়া হয়। এর মূল্য ১৯৯ ইউরো (প্রায় ১৭ হাজার রুপি)। 

আর থাইল্যান্ডে পাঁচ হাজার ২৯৯ থাইল্যান্ড বাথে (প্রায় ১২ হাজার ৫০০ রুপি) বিক্রি হওয়া রেডমি ১২ (৪ জি) ফোনটিতে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ আছে।

রিয়েলমিতে আসছে বিখ্যাত রিকো ইমেজিংয়ের ক্যামেরা

মেটা কানেক্ট সম্মেলনে তিন স্মার্ট চশমাসহ যেসব ঘোষণা দিলেন জাকারবার্গ

অ্যাপলের নতুন চমক আইফোন এয়ার: ডিজাইনার বাংলাদেশি বংশোদ্ভূত আবিদুর

কেমন হলো বহুল আলোচিত আইফোন ১৭ এয়ার, দাম ও স্পেসিফিকেশন

আইফোন ১৭ এয়ারসহ যেসব পণ্য আনল অ্যাপল, ফিচার ও দাম জানুন

আইফোন ১৭ সিরিজের মডেলগুলোর দাম কেমন হবে

স্যামসাংয়ের ওয়ান ইউআই ৮ বেটা উন্মুক্ত, আপডেট পাবে যেসব ডিভাইস

ঘণ্টায় ৪৭২.৪১ কিলোমিটার গতির রেকর্ড গড়ল বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ি

আলোচনায় আইফোন ১৭ প্রোর রিভার্স ওয়্যারলেস চার্জিং ফিচার

পিক্সেল ১০ সিরিজসহ গুগলের নতুন পণ্যের ঘোষণা, দাম ও ফিচার