হোম > জীবনধারা > গ্যাজেট

পিক্সেল ৮ ফোনের দাম কমাল গুগল, ৫০০ ডলার পর্যন্ত ছাড়

বিশেষ ছাড়ে পিক্সেল ৮ ও পিক্সেল ৮ প্রো মডেলের দাম কমাল গুগল। পিক্সেল ৮ মডেলের দাম ১৫০ ডলার কমিয়ে ৩৯৯ ডলার ও পিক্সেল ৮ প্রো মডেলের দাম ২০০ ডলার কমিয়ে ৫৯৯ ডলার নির্ধারণ করেছে কোম্পানিটি। আমেরিকান বিজনেস ম্যাগাজিন ফোর্বসের এক প্রতিবেদনে জানায়, গত বছরের ডিসেম্বরে ও এই বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসেও ফোন দুটির দাম কমানো হয়েছিল। 

এর আগেও বিভিন্ন ছাড়ের মাধ্যমে পণ্যের দাম কমিয়েছে গুগল। বিশেষ করে পিক্সেল ফোল্ড ফোনের ক্ষেত্রে ছাড় দিয়ে দাম কমিয়ে থাকে এই টেক জায়ান্ট। বর্তমানে পিক্সেল ফোল্ড ৫০০ ডলার কমে পাওয়া যাচ্ছে। 

গুগলের বার্ষিক সফটওয়্যার নির্মাণ সম্মেলন আই/ও আগামী ১৪ মে অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানে পিক্সেল ৮এ ফোনের উন্মোচন করা হতে পারে। এর জন্য পিক্সেল ৭এ ফোনেও বেশ কয়েকবার ছাড় দেওয়া হয়। বাজেট ফোনটির মূল দাম ৪৯৯ ডলার। বর্তমানে এটি ১৫০ ডলার কমে বিক্রি করা হচ্ছে। 

ফোর্বসের প্রতিবেদক বলেন, পিক্সেল ৮এ মডেলের দাম আবার কমলেও তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। পিক্সেল ৮এ ফোন উন্মোচনের আগে বেশি কিছু ডিভাইসের দাম কমাতে পারে গুগল। কারণ অন্যান্য খুচরা বিক্রেতারাও পিক্সেল ৮এ বাজারে আসার আগে পুরোনো মডেলগুলোর মজুত শেষ করতে চায়। 

২০২৪ সালের প্রতি মাসেই পিক্সেল সিরিজের অন্তর্ভুক্ত ফোনগুলোর দাম কমিয়েছে গুগল। এ ছাড়া পিক্সেল ৮ ফোন ব্যবহারকারীদের ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন কেনার জন্য ১২৫ ডলার ছাড়ও দেয়া হয়। এলোমেলোভাবে গুগল ফটোজ ব্যবহারকারীদের জন্য ১০০ ডলার কুপন ইমেইলের মাধ্যমে পাঠায় গুগল। 

গুগল সব সময়ই তাদের পণ্যে এই ধরনের ছাড় দিয়ে আসছে। তবে এত বেশি পরিমাণ ছাড় দেওয়াকে গুগলের নতুন কৌশল হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। স্যামসাংও গ্যালাক্সি এস ২৪ সিরিজের ফোনে বার বার ছাড় দিচ্ছে। এদিকে মটোরোলা তাদের নতুন মডেলগুলোতে ছাড় দিচ্ছে। 

সাবস্ক্রিপশন সেবাতেও পরিবর্তন আনছে গুগল। এগুলোকে আরও আকর্ষণীয় করার চেষ্টা করছে কোম্পানিটি। হার্ডওয়্যারভিত্তিক সেবাতেও ছাড় আনছে গুগল। আর একবার গুগলের ইকোসিস্টেমের ওপর নির্ভরশীল হয়ে গেলে এগুলো থেকে বের হওয়া ব্যবহারকারীদের জন্য কঠিন হয়ে পড়ে। 

গুগলের ওয়ান ক্লাউড স্টোরেজের প্ল্যানের সঙ্গে নেস্ট এওয়ার (গুগলের সিসি ক্যামেরা সেবার প্ল্যান) ও ফিটবিট প্রিমিয়ামের (গুগলের স্মার্ট ঘড়ির সাবস্ক্রিপশন প্ল্যান) সাবস্ক্রিপশন প্ল্যানকেও যুক্ত করা হয়েছে। আবার গুগলের ফটোজের ডেস্কটপ প্ল্যাটফর্মের জন্য এআই ভিত্তিক এডিটিং টুল ব্যবহার সুবিধা দেওয়া হয়েছে। প্রতি মাসে গুগল ওয়ানের সাবস্ক্রাইবাররা এআই দিয়ে আরও বেশি ছবি এডিট করতে পারবে। যেখানে বিনামূল্যে প্ল্যাটফর্মের ক্ষেত্রে ব্যবহারকারীরা মাত্র ১০টি ছবি এডিট করতে পারে। 

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, অ্যান্ড্রয়েড ফোন কেনার এখনই উপযুক্ত সময়। তবে বিনামূল্যে ও ফি দিয়ে এআই টুল ব্যবহারের মধ্যে বেশ পার্থক্য রয়েছে। সাবস্ক্রিপশন কিনলে গুগল ফটোজে এআই দিয়ে বেশি সংখ্যক ছবি এডিট করা যাবে। নেস্ট ক্যামেরা মাধ্যমে গ্যারেজের দরজা খোলা বা বন্ধ রয়েছে কিনা তা শুধু সাবস্ক্রিপশন প্ল্যান কিনলেই জানা যাবে। আবার ২০২৫ সালের পরে কিছু এআই টুল ব্যবহারের জন্য স্যামসাংয়ের গ্রাহকদের অর্থ খরচ করতে হতে পারে।

রিয়েলমিতে আসছে বিখ্যাত রিকো ইমেজিংয়ের ক্যামেরা

মেটা কানেক্ট সম্মেলনে তিন স্মার্ট চশমাসহ যেসব ঘোষণা দিলেন জাকারবার্গ

অ্যাপলের নতুন চমক আইফোন এয়ার: ডিজাইনার বাংলাদেশি বংশোদ্ভূত আবিদুর

কেমন হলো বহুল আলোচিত আইফোন ১৭ এয়ার, দাম ও স্পেসিফিকেশন

আইফোন ১৭ এয়ারসহ যেসব পণ্য আনল অ্যাপল, ফিচার ও দাম জানুন

আইফোন ১৭ সিরিজের মডেলগুলোর দাম কেমন হবে

স্যামসাংয়ের ওয়ান ইউআই ৮ বেটা উন্মুক্ত, আপডেট পাবে যেসব ডিভাইস

ঘণ্টায় ৪৭২.৪১ কিলোমিটার গতির রেকর্ড গড়ল বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ি

আলোচনায় আইফোন ১৭ প্রোর রিভার্স ওয়্যারলেস চার্জিং ফিচার

পিক্সেল ১০ সিরিজসহ গুগলের নতুন পণ্যের ঘোষণা, দাম ও ফিচার