আইফোনকে নিজের মতো কাস্টমাইজ করার একটি উপায় হলো ডিভাইসটির হোমস্ক্রিনের অ্যাপ আইকনগুলো পরিবর্তন করা। এর ফলে অন্য ব্যবহারকারীদের চেয়ে নিজের ডিভাইসের হোমস্ক্রিনটি আলাদা লাগবে। হোমস্ক্রিনকে নতুন করে সাজানোর একটি সহজ ও কার্যকর উপায় এটি।
অ্যাপের শর্টকাট তৈরি করে অ্যাপে নতুন আইকনের ছবি যুক্ত করা যাবে। তবে ব্যবহার করার জন্য শর্টকাটগুলো একটু জটিল। কারণ শর্টকাট অ্যাপ ডিভাইসে চালানোর জন্য ব্যবহারকারীদের অতিরিক্ত পদক্ষেপ নিতে হয়। তবে অ্যাপের আইকনগুলো পরিবর্তন করার ক্ষেত্রে এটি একটি সহজ পদ্ধতি।
১. আইফোন বা আইপ্যাডে শর্টকাট অ্যাপগুলো চালু করুন।
২. ডান পাশের ওপরে ‘+’ আইকনে ট্যাপ করুন।
৩. ‘ওপেন অ্যাপ’ অপশন নির্বাচন করুন।
৪. অ্যাপটি ট্যাপ করুন।
৫. সার্চ অপশনটির মাধ্যমে আইকন পরিবর্তন করার জন্য পছন্দের মতো আইকনটি খুঁজে বের করুন ও নির্বাচন করুন।
৬. ‘ওপেন অ্যাপের’ পাশে নিম্নমুখী তীর চিহ্নতে ট্যাপ করুন।
৭. ‘এড টু হোম স্ক্রিন’ অপশনটি ট্যাপ করুন।
৮. বাম পাশের ছবির খালি আইকনে ট্যাপ করুন।
৯. এরপর ‘সিলেক্ট ফটো’, ‘চুজ ফটো’ বা ‘চুজ ফাইল’ অপশন থেকে নতুন অ্যাপ আইকনটি বাছাই করুন।
১০. ‘নিউ শর্টকাট’ অপশনে ট্যাপ নতুন আইকনের জন্য একটি নাম টাইপ করুন।
১১. ‘এড’ অপশনে ট্যাপ করলে নতুন আইকনসহ শর্টকাটটি তৈরি হবে।
তথ্যসূত্র: ম্যাকরিউমার