হোম > জীবনধারা > গ্যাজেট

ঘরের তালা খুলতে আর লাগবে না চাবি, স্মার্ট ডোরবেল আনছে অ্যাপল

আজকের পত্রিকা ডেস্ক­

২০২৫ সালের শেষ নাগাদ স্মার্ট ডোরবেলটি উন্মোচনের সম্ভাবনা রয়েছে। ছবি: নিউজবাইটস

বাড়ির নিরাপত্তার ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার নতুন এক উচ্চতায় পৌঁছাচ্ছে। এবার কোনো চাবি ছাড়াই নিজের চেহারা দিয়েই বাড়ির দরজা খোলা যাবে। এ জন্য স্মার্ট ডোরবেল ক্যামেরা প্রযুক্তি নিয়ে কাজ করছে অ্যাপল। এর মাধ্যমে ফেস আইডি দিয়ে দরজা তালা খোলা বা লাগানো যাবে। ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যান এসব তথ্য জানিয়েছে।

গুর‍ম্যান তার সাপ্তাহিক নিউজলেটারে জানিয়েছেন, ২০২৫ সালের শেষ নাগাদ ডিভাইসটি উন্মোচনের সম্ভাবনা রয়েছে এবং সিকিউরিটি ডিভাইস ব্যবহারের পদ্ধতি পরিবর্তন করতে পারবে।

মার্ক গুরম্যান আরও বলেন, স্মার্ট ডোরবেলটি আইফোনের ফেস আইডির মতো কাজ করবে এবং এটি বাসিন্দাদের শনাক্ত করার পর স্বয়ংক্রিয়ভাবে দরজা আনলক করবে।

স্মার্ট ডোরবেলটি কাজ করবে যেভাবে

অ্যাপলের নতুন স্মার্ট ডোরবেলটি চলতি ফেস আইডি প্রযুক্তি অবলম্বন করবে, যা ইতিমধ্যেই আইফোনসহ অ্যাপলের অন্যান্য ডিভাইসে ব্যবহৃত হচ্ছে। এর ক্যামেরাটি আপনার মুখের ছবি তুলবে ও মুখ শনাক্ত করবে। ফলে সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে ঘরের দরজা খুলে যাবে।

প্রতিটি ডিভাইসে গোপনীয়তার বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে নেয় অ্যাপল এবং এই স্মার্ট ডোরবেলেও সেই প্রতিশ্রুতি বজায় রাখা হবে। সিকিউর এনক্লেভ চিপের মাধ্যমে সমস্ত বায়োমেট্রিক তথ্য প্রক্রিয়া ও সংরক্ষণ করা হবে, যা শুধুমাত্র ডিভাইসের মধ্যে থাকবে এবং কোনো বাইরের সার্ভারে যাবে না। এটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা এবং গোপনীয়তা নিশ্চিত করবে।

মার্ক গুরম্যান মনে করেন, এই ডোরবেলটি আগে থেকেই অ্যাপল ইকোসিস্টেমে থাকা ব্যবহারকারীদের সুবিধার জন্য তৃতীয় পক্ষের হোমকিট স্মার্ট লকগুলোর সঙ্গে কাজ করতে পারে। এতে করে ব্যবহারকারীরা তাদের বর্তমান সিস্টেমের সঙ্গে সহজেই এটি সংযুক্ত করতে পারবেন। আবার, অ্যাপল একটি স্মার্ট লক কোম্পানির সঙ্গে কাজ করে একটি পুরো সিস্টেম লঞ্চ করার পরিকল্পনাও করতে পারে। ডিভাইসটি সম্ভবত অ্যাপলের নিজস্ব ‘প্রোক্সিমা’ চিপ ব্যবহার করবে, যা একটি হাইব্রিড ওয়াইফাই এবং ব্লুটুথ প্রযুক্তি। এই প্রযুক্তি পরবর্তী হোমপড এবং অ্যাপল টিভি ডিভাইসগুলোতেও ব্যবহৃত হতে পারে, এমনটিও শোনা যাচ্ছে।

স্মার্ট ডোরবেলটি অ্যাপলের একটি বড় প্রকল্পের অংশ, যার লক্ষ্য হলো অ্যাপল ইন্টিলেজেন্স-এর আওতায় তার স্মার্ট হোম ইকোসিস্টেমকে বিস্তৃত করা। ডোরবেলের বাইরেও কোম্পানিটি আরও বেশ কিছু উদ্ভাবনী স্মার্ট হোম পণ্য তৈরি করছে। এর মধ্যে একটি নতুন স্মার্ট হোম হাব রয়েছে, যা ৬ ইঞ্চি ডিসপ্লে দিয়ে ডিভাইস নিয়ন্ত্রণ, ফেসটাইম কল এবং ভিডিও প্লেব্যাক করার সুবিধা দেবে। এ ছাড়া একটি সিকিউরিটি ক্যামেরাও তৈরি করছে অ্যাপল, যা হাবের সঙ্গে সংযুক্ত হবে। এ ছাড়া গোপনীয়তাভিত্তিক ফিচারগুলো তার পণ্যগুলোতে আরও ভালোভাবে একীভূত করবে কোম্পানিটি।

ফেস আইডি সংবলিত ডোরবেলটি আমাজনের রিংয়ের মতো প্রতিষ্ঠিত প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতা করতে চায়। সেখানে এটি কিছু নিরাপত্তা উদ্বেগও সৃষ্টি করেছে। সমালোচকেরা বলেন, যেকোনো ধরনের ত্রুটি বা সিস্টেমের দুর্বলতা থাকলে অযাচিত ব্যক্তিরা বাড়িতে অনধিকার প্রবেশ করতে পারে, যা বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করতে পারে। তবে অ্যাপল দীর্ঘদিন ধরেই ব্যবহারকারীর গোপনীয়তার বিষয়টি অগ্রাধিকার দেয়ার জন্য পরিচিত এবং এই দিকটি কোম্পানির জন্য একটি গুরুত্বপূর্ণ সুবিধা হতে পারে।

ডোরবেল ক্যামেরাটি এখনো প্রাথমিক উন্নয়নে পর্যায়ে রয়েছে। এর চূড়ান্ত ফিচার এবং উন্মোচনের তারিখ এখনো অনিশ্চিত। এই ডিভাইসটি অ্যাপল ব্যবহারকারীদের জন্য নতুন এক স্তরের সুবিধা এবং নিরাপত্তা নিয়ে আসতে পারে। পাশাপাশি কোম্পানির বৃহত্তর ইকোসিস্টেমের সঙ্গে সহজভাবে একীভূত হবে।

অ্যাপলের স্মার্ট হোমের ইকোসিস্টেম শুধুমাত্র ডোরবেল পর্যন্ত সীমাবদ্ধ হবে না। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, কোম্পানি অন্যান্য উদ্ভাবনও অন্বেষণ করছে, যেমন একটি আইপ্যাডের মতো স্মার্ট ডিসপ্লে, যা ম্যাগনেটিকভাবে (চুম্বকীয় ক্ষমতা ব্যবহার করে) দেয়ালে বা স্পিকার বেসে যুক্ত হতে পারে এবং এমনকি একটি রোবোটিক বাহুতে যুক্ত করা স্মার্ট ডিসপ্লেও তৈরি করতে পারে।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

রিয়েলমিতে আসছে বিখ্যাত রিকো ইমেজিংয়ের ক্যামেরা

মেটা কানেক্ট সম্মেলনে তিন স্মার্ট চশমাসহ যেসব ঘোষণা দিলেন জাকারবার্গ

অ্যাপলের নতুন চমক আইফোন এয়ার: ডিজাইনার বাংলাদেশি বংশোদ্ভূত আবিদুর

কেমন হলো বহুল আলোচিত আইফোন ১৭ এয়ার, দাম ও স্পেসিফিকেশন

আইফোন ১৭ এয়ারসহ যেসব পণ্য আনল অ্যাপল, ফিচার ও দাম জানুন

আইফোন ১৭ সিরিজের মডেলগুলোর দাম কেমন হবে

স্যামসাংয়ের ওয়ান ইউআই ৮ বেটা উন্মুক্ত, আপডেট পাবে যেসব ডিভাইস

ঘণ্টায় ৪৭২.৪১ কিলোমিটার গতির রেকর্ড গড়ল বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ি

আলোচনায় আইফোন ১৭ প্রোর রিভার্স ওয়্যারলেস চার্জিং ফিচার

পিক্সেল ১০ সিরিজসহ গুগলের নতুন পণ্যের ঘোষণা, দাম ও ফিচার