হোম > জীবনধারা > গ্যাজেট

পাতলা ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে এল অনার 

পাতলা ফোন হিসেবে ম্যাজিক ভি৩ মডেল উন্মোচন করল অনার। ফোনটি ভাঁজ করলে এর দৈর্ঘ্য হয় ৯.৭ মিলিমিটার। আর ভাঁজ খুললে ৪.৬৫ মিলিমিটার হয়। এটি গত ১২ জুলাই চীনের বাজার ছাড়া হয়েছে।

ফোনটিতে চিপসেট হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩। সেই সঙ্গে ৬৬ ওয়াট ক্ষমতার ফাস্ট চার্জিং সুবিধাও রয়েছে। এ ছাড়া ক্যামেরার সঙ্গে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

অনার ম্যাজিক ভি৩ মডেলের দাম ও রং
অনার ম্যাজিক ভি৩ এর ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাশনাল স্টোরেজের সংস্করণের দাম ৮ হাজার ৯৯৯ চীনা ইয়ার্ন বা ১ লাখ ৪৫ হাজার ৯০১ টাকা।

অনার ম্যাজিক ভি৩ এর ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি ইন্টারন্যাল স্টোরেজের সংস্করণের দাম ৯ হাজার ৯৯৯ চীনা ইউয়ান বা ১ লাখ ৬২ হাজার ১১৪ টাকা।

অনার ম্যাজিক ভি৩ এর ১৬ জিবি র‍্যাম ও ১ টিবি (টেরাবাইট) ইন্টারন্যাল স্টোরেজের সংস্করণের দাম ১০ হাজার ৯৯৯ চীনা ইউয়ান বা ১ লাখ ৭৮ হাজার ৩২৭ টাকা।

জুলাই ১৯ থেকে চীন থেকে ফোনগুলো কেনা যাবে। মডেলটি কালো, সবুজ, লাল ও সাদা রঙে পাওয়া যাবে।

অনার ম্যাজিক ভি৩ মডেলের স্পেসিফিকেশন 
পেছনের ক্যামেরা: ট্রিপল ক্যামেরা সেটাআপ। সেটআপটিতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৪০ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স ও ৫x অপটিক্যাল এবং ৫০x ডিজিটাল জুমসহ একটি ৮ মেগাপিক্সেলের পেরিস্কোপ ইউনিট রয়েছে।
কভার স্ক্রিনের সেলফি ক্যামেরা: ১৬ মেগাপিক্সেল 
ভেতরের স্ক্রিনের সেলফি ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫জি 
ওজন: ২২৯ গ্রাম। 
মূল ডিসপ্লে: ৭ দশমিক ৯২ ইঞ্চি ফুল এইচডি ও এলটিপিও ওলেড ডিসপ্লে। 
মূল ডিসপ্লে রেজল্যুশন: ২,৩৪৪ x ২,১৫৬ পিক্সেলস
কভার ডিসপ্লে: ৬ দশমিক ৪৩ ইঞ্চি ফুল এইচডি ও এলটিপিও ওলেড ডিসপ্লে। 
কভার ডিসপ্লে রেজল্যুশন: ২৩৭৬ x ১০৮০ পিক্সেলস 
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ (উভয় ডিসপ্লে) 
ব্রাইটনেস: ৫০০০ নিটস 
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ম্যাজিক ওস ৮.০. ১ 
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ২ 
র‍্যাম: ১২ জিবি ও ১৬ জিবি 
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি (টেরাবাইট) 
ব্লুটুথ: ৫.৩ 
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ৫,০০০ এমএএইচ
চার্জিং: ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং
রং: কালো, সবুজ, লাল ও সাদা

গত বছরের ম্যাজিক ভিএস ২ এবং ম্যাজিক ভি২-এর উত্তরসূরি হিসেবে এসেছে অনার ম্যাজিক ভি৩ ফোনটি এসেছে। এগুলো সম্প্রতি লঞ্চ হওয়া স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৬, ওয়ানপ্লাস ওপেন, অপো ফাইন্ড এন ৩ ফোল্ডেবল ফোনগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে।

রিয়েলমিতে আসছে বিখ্যাত রিকো ইমেজিংয়ের ক্যামেরা

মেটা কানেক্ট সম্মেলনে তিন স্মার্ট চশমাসহ যেসব ঘোষণা দিলেন জাকারবার্গ

অ্যাপলের নতুন চমক আইফোন এয়ার: ডিজাইনার বাংলাদেশি বংশোদ্ভূত আবিদুর

কেমন হলো বহুল আলোচিত আইফোন ১৭ এয়ার, দাম ও স্পেসিফিকেশন

আইফোন ১৭ এয়ারসহ যেসব পণ্য আনল অ্যাপল, ফিচার ও দাম জানুন

আইফোন ১৭ সিরিজের মডেলগুলোর দাম কেমন হবে

স্যামসাংয়ের ওয়ান ইউআই ৮ বেটা উন্মুক্ত, আপডেট পাবে যেসব ডিভাইস

ঘণ্টায় ৪৭২.৪১ কিলোমিটার গতির রেকর্ড গড়ল বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ি

আলোচনায় আইফোন ১৭ প্রোর রিভার্স ওয়্যারলেস চার্জিং ফিচার

পিক্সেল ১০ সিরিজসহ গুগলের নতুন পণ্যের ঘোষণা, দাম ও ফিচার