মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে ১৫ জন প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। গত বছরের ১৪ অক্টোবর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ অক্টোবরের নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে সরাসরি নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের নির্বাচিত করা হয়। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র যথাসময়ে জারি করা হবে।