হোম > চাকরি > ক্যারিয়ার পরামর্শ

নবজাতক বাসায় রেখে পরীক্ষায় অংশগ্রহণ, কৃষি ক্যাডার পেলেন রিমা

নবজাতক রেখে বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে সাফল্য পেয়েছেন সারমিন সুলতানা রিমা। সদ্য প্রকাশিত ৪৩তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফলে কৃষি ক্যাডারে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পদে ৩০তম হয়ে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি।

যশোরের ঝিকরগাছা উপজেলার শ্রীরামপুর গ্রামের রবিউল ইসলাম ও রাবেয়া সুলতানার মেয়ে রিমা। তিন ভাইবোনের মধ্যে বড় তিনি। বাবা একটি বেসরকারি ফার্মে চাকরি করেন। মা গৃহিণী। নানা প্রতিকূলতা পেরিয়ে রিমার সাফল্যে আনন্দিত তাঁর বাবা-মা।

সারমিন সুলতানা রিমা পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিলেন। এসএসসি ও এইচএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পান। ২০১৮ সালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অনুষদে স্নাতক পাস করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ২০২০ সালে উদ্যানতত্ত্বে স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে চতুর্থ স্থান অর্জন করেন। পরের বছর যশোর শহরের ব্যবসায়ী মামুনুর রহমান চৌধুরীর সঙ্গে তাঁর বিয়ে হয়।

সারমিন সুলতানা রিমা বলেন, ‘বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রস্তুতির সময়ে অনেকটা অসুস্থ ছিলাম। তখন আমার সন্তানটি গর্ভে ছিল। ২৮ দিনের শিশুসন্তান রেখে বিসিএস পরীক্ষায় অংশ নিই। তা ছাড়া আমার বাবা সে সময়ে একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। যখন অনার্স তৃতীয় বর্ষে পড়ি, তখন হঠাৎ বাবার চাকরি না থাকায় বেশ অসুবিধায় পড়তে হয়েছিল আমাদের। তবে মা-বাবার অভয় অনুপ্রেরণায় লেখাপড়ায় মনোযোগী ছিলাম। কৃষি ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে আজ সব কষ্ট ম্লান হয়ে গেছে।’

উচ্চশিক্ষায় গবেষণার জন্য সারমিন সুলতানা ২০১৯ সালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে বঙ্গবন্ধু জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের জন্য মনোনীত হন। তিনি অনার্স পড়াকালে ডিইএন অ্যাওয়ার্ড পান।

করপোরেট চাকরিতে প্রবেশের আগে যা জানা জরুরি

অফিসে চনমনে থাকবেন যেভাবে

সৃজনশীল প্রজন্ম গড়ে তুলতে দক্ষ শিক্ষক তৈরি করতে হবে

২০২৬ সালে বেশি ইন্টারভিউ কল পাওয়ার কৌশল

সফলতার ১০টি মানসিক সূত্র

নিয়োগকর্তার বিশ্বাস অর্জন করবেন যেভাবে

নতুন আয় বৃদ্ধিতে সহায়ক ৪ দক্ষতা

পড়াশোনার পাশাপাশি জাপানে চাকরির সুযোগ

যেমন হবে বার কাউন্সিল প্রিলিমিনারি প্রস্তুতি

ক্যারিয়ারে অগ্রগতির বড় শক্তি নেটওয়ার্কিং