হোম > চাকরি > ক্যারিয়ার পরামর্শ

১১টি পদে জনবল নেবে পায়রা বন্দর কর্তৃপক্ষ

১১টি পদে জনবল নিয়োগ দেবে পায়রা বন্দর কর্তৃপক্ষ। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। 

১. পদের নাম: সহকারী পরিচালক (শিপ অ্যান্ড ইয়ার্ড) 
পদের সংখ্যা: ১টি
বয়সসীমা: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: 
 (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; এবং
 (খ) কার্গো হ্যান্ডেলিং অপারেশন, শিপিং ইত্যাদিতে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। তবে সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত/বেসরকারি সংস্থায় সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়স ৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। 

২. পদের নাম: সহকারী পরিচালক (হিসাব) 
পদের সংখ্যা: ১টি
বয়সসীমা: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: 
 (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান/ফিন্যান্স/মার্কেটিং/ব্যবস্থাপনা/অর্থনীতিতে—

 (১) প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; অথবা
 (২) দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; অথবা

 (খ) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং/ফিন্যান্সে মেজরসহ এমবিএ বা সমমানের ডিগ্রি; তবে চার্টার্ড অ্যাকাউনট্যান্ট বা কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্ট সার্টিফিকেটধারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। 

৩. পদের নাম: সহকারী পরিচালক (অডিট) 
পদের সংখ্যা: ১টি
বয়সসীমা: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: 
 (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান/ফিন্যান্স/মার্কেটিং/ব্যবস্থাপনা/অর্থনীতিতে—

 (১) প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; অথবা
 (২) দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; অথবা

(খ) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং/ফিন্যান্সে মেজরসহ এমবিএ ডিগ্রি; তবে চার্টার্ড অ্যাকাউনট্যান্ট বা কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্ট সার্টিফিকেটধারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। 

৪. পদের নাম: একান্ত সচিব
পদের সংখ্যা: ১টি
বয়সসীমা: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও যোগ্যতা শিথিলযোগ্য। 

৫. পদের নাম: ফার্মাসিষ্ট
পদের সংখ্যা: ১টি
বয়সসীমা: অনূর্ধ্ব ৩৫ বছর
বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: 
 (ক) ফার্মাসি কাউন্সিল থেকে ৩ বা ৪ বছরের ডিপ্লোমা সার্টিফিকেট; এবং
 (খ) সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা। 

৬. পদের নাম: ট্রাফিক ইন্সপেক্টর
পদের সংখ্যা: ১টি
বয়সসীমা: অনূর্ধ্ব ৪০ বছর
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: 
 (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি; 
 (খ) সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা; এবং
 (গ) ইংরেজি ও বাংলা টাইপিংয়ে অভিজ্ঞ প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হবে।

৭. পদের নাম: সিনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট
পদের সংখ্যা: ১টি
বয়সসীমা: অনূর্ধ্ব ৩৫ বছর
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা
শিক্ষাগত যোগ্যতা:
 (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি;
 (খ) সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূন ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে; এবং
 (গ) ইংরেজি ও বাংলা টাইপিংয়ে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। 

৮. পদের নাম: উচ্চ বহিঃসহকারী
পদের সংখ্যা: ১টি
বয়সসীমা: অনূর্ধ ৩০ বছর
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: 
 (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি; এবং
 (খ) ইংরেজি ও বাংলা টাইপিংয়ে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

৯. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদের সংখ্যা: ৩টি
বয়সসীমা: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: 
 (ক) কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
 (খ) কম্পিউটার ব্যবহারসংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি ও টাইপিংয়ের গতি প্রতি মিনিটে অন্যূন বাংলা ২০ ও ইংরেজি ২০ শব্দ। 

প্রয়োজনীয় তথ্য: ১, ২, ৩, ৪, ৮ ও ৯ নম্বর পদগুলোর জন্য বীর মুক্তিযোদ্ধার সন্তান প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। 

পরীক্ষার ফি: ১-৫ নম্বর পদের জন্য নির্ধারিত ফি ৩০০ টাকা এবং ৬-৯ নম্বর পদের জন্য নির্ধারিত ফি ১০০ টাকা।

আবেদনপ্রক্রিয়া: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এই ঠিকানায় গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর সময় ২৮ নভেম্বর, ২০২১ (সকাল ১০টা)। বিস্তারিত জানতে পারেন পায়রা বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটে গিয়ে।

আবেদনের শেষ সময়: ২৭ ডিসেম্বর, ২০২১ (বিকেল ৫টা)

সূত্র: অফিশিয়াল ওয়েবসাইট

পড়াশোনার পাশাপাশি জাপানে চাকরির সুযোগ

যেমন হবে বার কাউন্সিল প্রিলিমিনারি প্রস্তুতি

ক্যারিয়ারে অগ্রগতির বড় শক্তি নেটওয়ার্কিং

মেডিকেল ভর্তি: প্রস্তুতির সঠিক কৌশল

চাকরিপ্রার্থীদের শেখার আগ্রহ থাকতে হবে

চাকরির পাশাপাশি ব্যবসা শুরুর ৫ ধাপ

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েও বিসিএস দিলেন?

আইনে পড়ার ভবিষ্যৎ

প্রথমবার টিম লিডার হলে যেভাবে সহকর্মীদের সামলাবেন

বিসিএসের নমুনা ভাইভা: সিভিল সার্ভেন্ট কারা?