হোম > চাকরি > ক্যারিয়ার পরামর্শ

চাকরি না বদলিয়েই বেতন বাড়াবেন যেভাবে

শিক্ষা ডেস্ক

ছবি: সংগৃহীত

চাকরির বাজারে প্রতিযোগিতা যেমন বেড়েছে, তেমনি চাকরি বদলের প্রবণতাও। অনেকে নতুন চাকরির খোঁজ করে থাকেন; বিশেষ করে যখন বর্তমান চাকরিতে আর আগের মতো তৃপ্তি পাওয়া না যায়। তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও চাকরি না বদলে নিজের অবস্থানেই শক্ত করে দাঁড়িয়ে বেতন বাড়ানো সম্ভব।

বিশ্বজুড়ে কর্মজীবীদের নিয়ে কাজ করা মার্কিন গবেষণা ও পরামর্শ প্রদানকারী প্রতিষ্ঠান গ্যালাপের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রায় অর্ধেক কর্মী নতুন চাকরির খোঁজ করেন। অথচ অনেক সময় নিজের বর্তমান কাজেই উন্নতির পথ খোলা থাকে—যেটি আমরা বুঝতে পারি না, যেন মাথায় চশমা রেখে চশমা খুঁজে বেড়ানোর মতো অবস্থা!

চলুন, জেনে নিই, কীভাবে বর্তমান চাকরিতেই নিজের মূল্য বাড়িয়ে নেওয়া যায়:

নিজের দক্ষতায় বিনিয়োগ করুন

আপনার আয় বাড়াতে হলে প্রথমে নিজের সক্ষমতা বাড়াতে হবে। নতুন কোনো দক্ষতা অর্জন করুন, প্রয়োজনীয় সনদ অর্জন করুন কিংবা অফিসের বাইরেও সময় দিয়ে নিজের দক্ষতাকে শাণিত করুন। এতে আপনি প্রতিষ্ঠানের চোখে আরও ‘ভ্যালুয়েবল’ হয়ে উঠবেন। বিশেষ করে এমন প্রকল্পে যুক্ত হোন, যেখানে নেতৃত্বের সুযোগ আছে বা অতিরিক্ত পারিশ্রমিক পাওয়া যায়।

সুযোগ-সুবিধা সম্পর্কে জানুন

আপনার প্রতিষ্ঠানে কী কী সুবিধা রয়েছে—সব সুবিধা কি আপনি নিচ্ছেন? হয়তো আপনি জানেনই না কিছু সুবিধার কথা। যেমন: পরিবহন ভাতা, ওয়েলনেস রিইম্বার্সমেন্ট, প্রশিক্ষণের খরচ বহন বা রেফারেল বোনাস। তাই নিয়মিত মানবসম্পদ বিভাগের সঙ্গে যোগাযোগ রাখুন। এতে আপনি প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চটা আদায় করতে পারবেন।

সাহস করে নিজের দাবি তুলুন

বেতন বাড়ানোর কথা বললে বস রাগ করতে পারেন—এ ভয়কে পাশ কাটিয়ে নিজের দাবির কথা স্পষ্টভাবে বলুন। পদোন্নতি, বেতন বৃদ্ধি বা নমনীয় কর্মপরিকল্পনার মতো বিষয়গুলো নিয়ে আলাপ করুন আত্মবিশ্বাসের সঙ্গে। বুদ্ধিমানের মতো উপযুক্ত সময় বেছে নিন, যখন আপনি বড় কোনো সাফল্য পেয়েছেন বা কোম্পানি আর্থিকভাবে ভালো করছে।

বিকল্প সুবিধার কথা ভাবুন

সব সময় বেতন বাড়বে এমন নয়। তবে আপনি চাইতে পারেন বাড়তি ছুটি, নমনীয় সময়সূচি বা প্রশিক্ষণভিত্তিক সুবিধা। এসবও আপনার পেশাগত মান বাড়াতে পারে। আর প্রতিটি অর্জন লিখে রাখুন নিজের একটি ডিজিটাল ডায়েরিতে, যাতে সময়মতো তা কাজে লাগাতে পারেন।

নিজের উপার্জনের বিকল্প পথ তৈরি করুন

‘সাইড হাস্টল’ এখন শুধু বিলাসিতা নয়; বরং স্মার্ট উপায়। ফ্রিল্যান্সিং, অনলাইন ব্যবসা কিংবা নিজের দক্ষতার ওপর ভিত্তি করে ছোটখাটো কাজ শুরু করে অনেকে বাড়তি আয় করছেন। এটি শুধু অর্থনৈতিক নিরাপত্তাই নয়, আপনাকে দেয় আলাদা আত্মবিশ্বাস।

এআই টুল ব্যবহার শিখুন

এআই কি আমাদের চাকরি কেড়ে নেবে? কিছু ক্ষেত্রে হ্যাঁ—বিশেষ করে যেসব কাজ বারবার একইভাবে করতে হয়, সেগুলো। তবে এআই এখনো মানুষের সৃজনশীলতা, আবেগ বা জটিল সিদ্ধান্তের জায়গায় পৌঁছায়নি। তাই এআই টুল ব্যবহার শিখে নিন, নিজের কাজের ধরন বুঝে ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করুন।

সব কর্মী নতুন চাকরির মানসিক প্রস্তুতি নেন না। আবার কম বেতনের চাকরিতেই অনেক সময় পড়ে থাকেন সুযোগ-সুবিধা না জানার কারণে। অথচ সবচেয়ে ভালো সিদ্ধান্ত হলো, নিজের বর্তমান কাজ নিয়ে দক্ষতার সঙ্গে এগোনো।

সূত্র: ফোর্বস

পড়াশোনার পাশাপাশি জাপানে চাকরির সুযোগ

যেমন হবে বার কাউন্সিল প্রিলিমিনারি প্রস্তুতি

ক্যারিয়ারে অগ্রগতির বড় শক্তি নেটওয়ার্কিং

মেডিকেল ভর্তি: প্রস্তুতির সঠিক কৌশল

চাকরিপ্রার্থীদের শেখার আগ্রহ থাকতে হবে

চাকরির পাশাপাশি ব্যবসা শুরুর ৫ ধাপ

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েও বিসিএস দিলেন?

আইনে পড়ার ভবিষ্যৎ

প্রথমবার টিম লিডার হলে যেভাবে সহকর্মীদের সামলাবেন

বিসিএসের নমুনা ভাইভা: সিভিল সার্ভেন্ট কারা?