হোম > ইসলাম

৩০ বছর ধরে হজযাত্রীদের বিনা মূল্যে পরিবহন সেবা দিচ্ছেন তিনি

ইসলাম ডেস্ক

কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই ৩০ বছরের বেশি সময় ধরে হজযাত্রীদের বিনা মূল্যে পরিবহন সেবা দিচ্ছেন সৌদি আরবের নাগরিক আয়েদ আল-জারহাদি। সৌদি আরবের উত্তরাঞ্চলীয় একটি সীমান্ত শহর থেকে প্রতি বছর তিনি ব্যক্তিগত গাড়িতে করে এই সেবা দিয়ে থাকেন। 

তিন দশক আগে শুরু করা এই মহৎ কাজ আল-জারহাদি এখনো নিষ্ঠার সঙ্গে করে যাচ্ছেন। তিনি বলেন, ‘আমি কেবল মহান আল্লাহর সন্তুষ্টির জন্য বৃদ্ধ ও নারীদের এই সেবা দেই।’ 

কেবল আল-জারহাদিই নয়, হজের মৌসুমে অনেক আরবের অভূতপূর্ব আতিথেয়তার কথা শোনা যায়। হাজিদের তাঁরা ‘পরম করুণাময়ের মেহমান’ হিসেবে বিশেষ সম্মান জানান। 
 
তেমনই আরেকজন স্বেচ্ছাসেবীর নাম ফাহদ আল-হামলি। তিনি কয়েক বছর ধরে মধ্য সৌদি আরবে অবস্থিত নিজস্ব খামার বাড়িতে কয়েকশ হাজির থাকা-খাওয়ার ব্যবস্থা করছেন। সেখানে তিনি তাঁদের সৌদির ঐতিহ্যবাহী খাবার ও কফি দিয়ে আপ্যায়ন করেন। 

আল-হামলি বলেন, ‘মেহমানদারি আরবদের ঐতিহ্যের সঙ্গে মিশে আছে।’ 

উল্লেখ্য, হজ উপলক্ষে এ বছর মক্কায় ২০ লাখ হাজির সমাগম ঘটবে বলে আশা করেছে সৌদি কর্তৃপক্ষ। এরই মধ্যে বেশির ভাগ হজযাত্রী দেশটিতে পৌঁছে গেছেন। আগামী ২৬ জুন সোমবার থেকে ৩০ জুন শনিবার পর্যন্ত এবারের পবিত্র হজের আনুষ্ঠানিকতা চলবে। ২৮ জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। 

সূত্র: গালফ নিউজ

পবিত্র কোরআন ও হাদিসে জ্ঞান চর্চার গুরুত্ব

আজকের নামাজের সময়সূচি: ১৪ জানুয়ারি ২০২৬

বেফাক পরীক্ষা: কওমি মাদ্রাসার বছর শেষের উৎসবমুখর পড়াশোনা

সাহাবিদের অনন্য ৮ গুণ

রোগব্যাধি ও বিপদ-আপদে মুমিনের করণীয়

আজকের নামাজের সময়সূচি: ১৩ জানুয়ারি ২০২৬

গিবতের ভয়াবহ ৬ কুফল

আজকের নামাজের সময়সূচি: ১২ জানুয়ারি ২০২৬

নফল ইবাদতের গুরুত্ব ও ফজিলত

প্রবাসীদের নিয়ে শায়খ আহমাদুল্লাহর ভিন্নধর্মী আয়োজন