হোম > ইসলাম

৩০ বছর ধরে হজযাত্রীদের বিনা মূল্যে পরিবহন সেবা দিচ্ছেন তিনি

ইসলাম ডেস্ক

কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই ৩০ বছরের বেশি সময় ধরে হজযাত্রীদের বিনা মূল্যে পরিবহন সেবা দিচ্ছেন সৌদি আরবের নাগরিক আয়েদ আল-জারহাদি। সৌদি আরবের উত্তরাঞ্চলীয় একটি সীমান্ত শহর থেকে প্রতি বছর তিনি ব্যক্তিগত গাড়িতে করে এই সেবা দিয়ে থাকেন। 

তিন দশক আগে শুরু করা এই মহৎ কাজ আল-জারহাদি এখনো নিষ্ঠার সঙ্গে করে যাচ্ছেন। তিনি বলেন, ‘আমি কেবল মহান আল্লাহর সন্তুষ্টির জন্য বৃদ্ধ ও নারীদের এই সেবা দেই।’ 

কেবল আল-জারহাদিই নয়, হজের মৌসুমে অনেক আরবের অভূতপূর্ব আতিথেয়তার কথা শোনা যায়। হাজিদের তাঁরা ‘পরম করুণাময়ের মেহমান’ হিসেবে বিশেষ সম্মান জানান। 
 
তেমনই আরেকজন স্বেচ্ছাসেবীর নাম ফাহদ আল-হামলি। তিনি কয়েক বছর ধরে মধ্য সৌদি আরবে অবস্থিত নিজস্ব খামার বাড়িতে কয়েকশ হাজির থাকা-খাওয়ার ব্যবস্থা করছেন। সেখানে তিনি তাঁদের সৌদির ঐতিহ্যবাহী খাবার ও কফি দিয়ে আপ্যায়ন করেন। 

আল-হামলি বলেন, ‘মেহমানদারি আরবদের ঐতিহ্যের সঙ্গে মিশে আছে।’ 

উল্লেখ্য, হজ উপলক্ষে এ বছর মক্কায় ২০ লাখ হাজির সমাগম ঘটবে বলে আশা করেছে সৌদি কর্তৃপক্ষ। এরই মধ্যে বেশির ভাগ হজযাত্রী দেশটিতে পৌঁছে গেছেন। আগামী ২৬ জুন সোমবার থেকে ৩০ জুন শনিবার পর্যন্ত এবারের পবিত্র হজের আনুষ্ঠানিকতা চলবে। ২৮ জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। 

সূত্র: গালফ নিউজ

আজকের নামাজের সময়সূচি: ১৪ ডিসেম্বর ২০২৫

যেভাবে অন্যদের ভুল শুধরে দিতেন নবীজি

আজকের নামাজের সময়সূচি: ১৩ ডিসেম্বর ২০২৫

মিসরে কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ আনাসকে বিমানবন্দরে সংবর্ধনা

জুমার নামাজ ছেড়ে দেওয়ার ভয়াবহ পরিণতি

আজকের নামাজের সময়সূচি: ১২ ডিসেম্বর ২০২৫

মহানবী (সা.)-এর বিজয় উদ্‌যাপন ও আমাদের শিক্ষা

একসঙ্গে দুজন সালাম দিলে উত্তর দেবেন কে?

মুক্তিযুদ্ধে আলেমদের গৌরবোজ্জ্বল ইতিহাস

ইসলামের দৃষ্টিতে স্বাধীনতাসংগ্রাম